কথায় আছে, ‘সন্তানরা যেন থাকে দুধে-ভাতে’ বিশেষত প্রত্যেক বাঙালি ঘরের মা-বাবারা ভগবানের কাছে এই ধরনের আশীর্বাদ চেয়ে থাকেন সন্তানদের মঙ্গলকামনায়। অর্থাৎ, সন্তানদের আজীবন যেনো কোনো কষ্ট-দুঃখ স্পর্শ করতে না পারে। মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘সন্তান’ (Santan) ছবিতে আজকের দিনের বাস্তবিক চিত্রকে তুলে ধরেছে। ইতিমধ্যেই, দর্শকদের মন ছুঁয়েছে এই সিনেমা।
খাদানের পাশাপাশি জোর টক্কর দিচ্ছে ‘সন্তান’। এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সিনেমা রিলিজের বেশ কিছুদিন আগে ছবির প্রমোশান করা নিয়ে পরিচালক রাজ মন্তব্য করায় সমালোচকদের রোষের মুখোমুখি হন। এই নিয়ে নেটিজেনরা তীব্র সমালোচনাও করেন। কিন্তু, বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে আবারও সমালোচনার মধ্যে পড়লেন এই ছবির অভিনেতা।
অনেকেই মনে করছেন রাজের সেই বিতর্কিত মন্তব্যের জেরেই আজ অন্যান্য কলাকুশলীদের প্রতি এরই প্রতিফলন ঘটছে। অভিনেতা এই ছবির শুটিং চলাকালীন তোলা একটি ফটো আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটির ক্যাপশনে রয়েছে,”ছেলেটা বাবাইদা না বাবুই। মেয়েটাও মেহুল নয়, ইন্দ্রানী। পরিচালক রাজ চক্রবর্তী। তাহলে সিনেমার নাম?” ক্যাপশনের শেষে দর্শকদের উদ্দেশ্যে একটি প্রশ্নবোধক চিহ্ন ছেড়ে যান অভিনেতা।
আরও পড়ুনঃ নিজে দাঁড়িয়ে থেকে স্বামীর বিয়ে দিয়ে বিরাট উদাহরণ সৃষ্টি করে কটাক্ষের মুখে কোন গোপনের শ্যামলী!
এই প্রশ্নবোধক ক্যাপশনের ফায়দা তুলেই এক নেটিজেন মন্তব্য করে বলেন, “খাদান?”। এই মন্তব্যের পাল্টা জবাবও পান অভিনেতার কাছ থেকে, ঋত্বিক বলেন “ধুর নাদান”। নেটিজেনের এই মন্তব্যের দ্বারাই বোঝা গিয়েছে খানিক ইচ্ছা করেই খোঁচা দিয়েছে অভিনেতাকে। অন্যান্য সমালোচকেরা মনে করছেন, তিনি নিতান্তই দেবভক্ত হয়ে এটি বলেছেন। এছাড়াও, বহু এমনও নেটিজেন রয়েছেন যাঁরা এই সিনেমার প্রশংসা করেছেন।