জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) প্রতিনিয়ত জমে উঠছে, টিআরপি তালিকায় ভালো ফলাফল করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। গল্পে নতুন মোড় এনে ধারাবাহিকটি প্রতিদিন নতুন চমক দিচ্ছে। সাম্প্রতিক পর্বগুলোতে আদি ও আনন্দীর সম্পর্ক এবং তাদের চারপাশে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলি দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে। আনন্দীর তৎপরতায় বাচ্চারা দ্রুত সুস্থ হয়ে উঠছে দেখে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সুপায়ন আনন্দীর এই সাফল্যকে একদমই সহ্য করতে পারছে না।
গতকালের পর্বে দেখানো হয়, সুমনা যখন বাচ্চাদের খাবার পৌঁছে দেয়, আদি তখন খাবারের স্বাদ থেকে চিনতে পারে এটি তার মায়ের হাতের রান্না। খাবারের বাক্স থেকে টেস্টি টামির ঠিকানা পেয়ে সুপায়ন সেখানে লোক পাঠায়, কিন্তু কিছুই খুঁজে পায় না। এতে তার সন্দেহ আরও গভীর হয়। সুপায়নের এই দুশ্চিন্তা গল্পে নতুন উত্তেজনা যোগ করেছে। অন্যদিকে আনন্দীও বুঝতে পারছে না আদির এই অদ্ভুত আচরণের কারণ।
আনন্দী আজকের পর্ব ২৪ ডিসেম্বর (Anondi Today Episode 24 December)
আজকের পর্বে দেখানো হয়, আদি টেস্টি টামি নিয়ে নিজের সন্দেহ নিশ্চিত করতে ঘুমের ভান করে। কিন্তু আনন্দী কিছুই টের পায় না। পরের দিন সবাই যখন রান্নাঘরে খাবার তৈরি করছে, তখন হঠাৎ আদি এসে উপস্থিত হয়। সবাই ভীষণ ঘাবড়ে যায়। আদি জানায়, খাবারের স্বাদ থেকেই সে বুঝেছিল এটি তার মায়ের হাতের রান্না। মিথ্যে কথা বলে এই কাজ করা ঠিক হয়নি বলে আদি জানায়। তবে আনন্দীর পাল্টা প্রশ্ন, বাচ্চাদের সুস্বাদু ও পুষ্টিকর খাবার খাওয়ানো কি অন্যায়?
পর্বে আরও দেখানো হয়, সুমনা খাবার ডেলিভারি শেষে সুপায়নকে ডেলিভারি ছেলেটির খোঁজ নিতে বলে। সুপায়ন আগেই সন্দেহ করছিল, এবার সুমনা তার পথ আরও সহজ করে দেয়। কিন্তু যখনই সুপায়ন সুমনাকে জেরা করতে যায়, আদি ঠিক সময়মতো এসে সুমনাকে বাঁচিয়ে দেয়। আদির এই উপস্থিতি সুপায়নের পরিকল্পনায় জল ঢেলে দেয়।
আরও পড়ুনঃ “কবে আইবে আমার পালারে?”-বেশিদিন আর বাকি নেই, বাগদান সারতে চলেছে অভিনেত্রী অন্যান্য, প্রস্তুতি জোরদার সুকান্তর
আগামী পর্বে আদির রহস্য উন্মোচন এবং সুপায়নের নতুন চাল কী হতে পারে তা দেখার অপেক্ষায় দর্শকরা। আনন্দী কি আদির ভুল ধারণা দূর করতে পারবে? নাকি গল্পে আসবে নতুন কোনও চমক? টেস্টি টামি রহস্য সমাধানের পথে ধারাবাহিকটি নতুন চমক নিয়ে আসছে।