জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অনস্ক্রিনে তো বটেই অফস্ক্রিনেও এই নায়িকা ও খলনায়কের মধ্যে চলছে তুমুল ঝামেলা, মারামারি! কারা তারা?

প্রত্যেক শুটিং ফ্লোরেই ( Shooting Floor)থাকে এক অন্যরকম মজা। ক্যামেরার সামনে যতই সিরিয়াস চরিত্রে থাকুক না কেন, ক্যামেরার পিছনে একেবারে ভিন্ন চিত্র। কখনো সহ-অভিনেতার সঙ্গে মজার খুনসুটি, কখনও আবার মাঝখানে একটু বিরতি নিয়ে রোদ পোহানোর মুহূর্ত—সব মিলিয়ে শুটিং সেট একেবারে মজার আড্ডাস্থল। এমন পরিবেশেই কাজ করতে করতে তৈরি হয় অফ স্ক্রিন সম্পর্ক, যা অনেক সময় পর্দার চরিত্রকে আরো জীবন্ত করে তোলে। এই অফ স্ক্রিন কেমিস্ট্রিই অনেক সময় দর্শকের মনে বাড়তি কৌতূহল জাগায়।

ষ্টার জলসার (star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho bibaho) ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। চরিত্রের গভীরতা এবং কাহিনী দর্শকদের মন জয় করেছে। তবে এর পাশাপাশি অভিনেতাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিও দর্শকদের কাছে বেশ আকর্ষণীয়। শুটিং সেটে কীভাবে একে অপরের সঙ্গে সময় কাটান, কীভাবে তৈরি হয় বন্ধুত্ব, সেসব নিয়েও বেশ উৎসুক দর্শকরা। আর এই কেমিস্ট্রিই অনেক সময় কাজের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

সেটের সবচেয়ে আলোচিত জুটি সুধা ও স্বার্থকের সম্পর্ক। পর্দায় তাদের তিক্ততা যতই স্পষ্ট হোক, বাস্তবে কিন্তু ঠিক তার উল্টো ছবি। মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় এই জুটিকে। এমনকি শীতের সকালে শুটিং ফ্লোরে তেজ ও স্বার্থকের সঙ্গে রোদ পোহানোর দৃশ্যেও যোগ দেন সুধা। সোনামণি সাহা ও ইন্দ্রনীল মল্লিকের এই অফ স্ক্রিন রসায়নই তাদের পর্দার চরিত্রগুলোকে আরও জীবন্ত করে তুলেছে।

পর্দার সুধার হাতে প্রায়ই মার খেতে দেখা যায় স্বার্থককে। তবে বাস্তব জীবনে কি এর শোধ নেওয়া হয়? এই প্রশ্নে হেসে ওঠেন ইন্দ্রনীল মল্লিক। তিনি জানান, “এটা শুধুই অভিনয়, বাস্তবে আমরা খুব ভালো বন্ধু।” তার কথায় সায় দিয়ে হানি বাফনা বলেন, “ইন্দ্রনীলের মারধর অভ্যাস আছে কারণ ও বিবাহিত!” এমন হালকা মজায় মেতে ওঠে শুটিং ফ্লোর। তবে মজার মাঝেও কাজের গুরুত্ব বজায় রাখার চেষ্টা করেন সবাই।

নতুন বছরে সোনামণি ও ইন্দ্রনীল দুজনেই ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন কিছু করতে চান। ইন্দ্রনীল বলেন, “এই বছর গান প্র্যাকটিস, বই পড়া, আর কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছি।” সোনামণি জানান, “আমার কাছে প্রতিটি দিনই নতুন কিছু শেখার, তাই চেকলিস্টে নতুন বছরের কোনো বিশেষ পরিকল্পনা নেই।” দু’জনেই আশা করছেন, নতুন বছর তাদের জন্য আরও অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

TollyTales Entertainment Desk