জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমি ভীষণ অবসেসড আমার স্বামীকে নিয়ে’ স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে কি বললেন শুভশ্রী?

তিনি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী তিনি। তিনি যেমন একাধারে অভিনেত্রী অন্যদিকে তেমনই পাকা গৃহিনীও বটে। স্বামী, সন্তান, শাশুড়ি এবং শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে জমাটি সংসার নিয়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। তিনি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুভশ্রীর অভিনয় জগতে ওড়িয়া সিনেমার মাধ্যমে ডেবিউ হলেও বাংলায় ‘পিতৃভূমি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

‘পিতৃভূমি’র পর থেকে সিনেমা জগতে তাকে দেখা গেলেও মূলত চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া গেছে তাঁর স্বামী অর্থাৎ রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘সন্তান’ সিনেমাতে। ইতিমধ্যেই এই সন্তানকে ঘিরে দর্শকদের মধ্যে সমালোচনার শেষ নেই। সন্তানের প্রমোশনের সময় থেকে শুরু করে হলে মুক্তি পাওয়া পর্যন্ত ‘খাদান’ সিনেমার সঙ্গে তুলনা করেছে অনেক সমালোচকেরা।

অভিনেত্রী উল্লেখযোগ্য সিনেমা গুলি হল ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘খোকা ৪২০’, ‘গেম’, ‘বস’, ‘ বাবলি’, ‘দেখ কেমন লাগে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ এবং আরও অনেক। এমনকি ওটিটি জগতেও আত্মপ্রকাশ করেছেন শুভশ্রী, সিরিজের নাম ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সম্প্রতি, অভিনেত্রীকে এই সন্তানের প্রমোশনের জন্য অনেক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে দেখা গিয়েছে, তার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়। ভিডিও দেখা যাচ্ছে, চলছে চটপট রেপিড ফায়ার যেখানে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবনের নানা কাহিনী।

Subhashree Raj

সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার প্রিয় অ্যাক্টর এর নাম জিজ্ঞাসা করায় তিনি বলেন কঙ্কনা সেন শর্মা, আলিয়া ভাট এবং আরো অনেকেই রয়েছেন তার প্রিয়। ইউভান এবং ইয়ালিনিকে প্রথম শিক্ষা হিসাবে শুভশ্রী শেখাতে চান শ্রদ্ধার সঙ্গে মানুষের সাথে ব্যবহার করা এবং জীবনের নানান পাঠ তিনি শেখাতে চান। সাক্ষাৎকারীর কথায়, ফেলে আসা দিনগুলোকে কিভাবে দেখতে চান এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, ভগবানকে অনেক ধন্যবাদ সেই সব স্মৃতির জন্য। অভিনেত্রী আরো বলেন রাজের সঙ্গে কাটানোর অনেক মুহূর্ত তাঁর চোখে জল এনে দিয়েছে। স্বামীর সম্পর্কে বলতে গিয়ে শুভশ্রী বলেন, “একচুয়ালি আমি ভীষণ অবসেসড আমার স্বামীকে নিয়ে” কারণ রাজের জীবনের দৃষ্টিভঙ্গিতে অভিনেত্রী অনেক গর্বিতবোধ করেন। যেকোনো সম্পর্কের ডমিনেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমি আমার বাবাকে কোনদিনও দেখিনি মা’কে ডমিনেট করতে”।

অভিনেত্রীর কাছে শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসাই একমাত্র মূল অস্ত্র যে কোন সম্পর্কে বাঁচিয়ে রাখার। অভিনেত্রীকে জিজ্ঞাসা করাই ভালোবাসার অপর নাম কি? সময় নষ্ট না করে তিনি বলেন, রাজ। এছাড়া প্রায় অভিনেত্রীর প্রতিটা কথাবার্তায় পরিচালক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন শুভশ্রীর সঙ্গে। দর্শকেরা সিনেমা জগতে যেরকম এই জুটিকে পছন্দ করেন তেমনি বাস্তব জগতেও এই দুটি ভালোবাসা নিয়ে কম চর্চা হয় না।

TollyTales Entertainment Desk