জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ও পারফেক্ট স্ত্রী মেটিরিয়াল! ও খুব ভালো বউ হবে! অনস্ক্রিন বউ শ্বেতাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রণজয়

মেগা সিরিয়ালের অনেক চরিত্রই আমাদের বেশ নজর কেড়ে নেয়। অন স্ক্রিন (on-screen) দেখা জুটির রসায়ন (chemistry) , তাদের মধ্যে জমে ওঠা সম্পর্ক, এই সবকিছুই দর্শকদের মনের মধ্যে একটি গভীর রেখা পাত করে। টিভির পর্দায় তাদের ভালোবাসার গল্প দেখতে দেখতে আমরা কখনও কখনও ভাবি, আসল জীবনে কী তাদের মধ্যে এমন কোন সম্পর্ক রয়েছে? দর্শকরা আসল জীবনে তাদের সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠে।

টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে প্রায়শই এমন সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু একে অপরের সঙ্গে সেই সম্পর্ক নিয়ে ভাঙ্গা গড়া লেগেই থাকে। আবার, সেই ভেঙে যাওয়ার এবং গড়ে ওঠার মাঝে কোন সম্পর্ক যদি বিয়ের দোরগোড়ায় পৌঁছে যায়, তখন সেটা দর্শকদের জন্য একটি বেশ আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে এমন সম্পর্ক প্রায়ই টেলিভিশন বা সিনেমার পর্দায় বেশ সাড়া ফেলে।

এমনই এক জনপ্রিয় জুটি রয়েছে যারা আমাদের মেগা সিরিয়ালের মাধ্যমে একসঙ্গে অনেক দিন ধরে পর্দায় প্রেম করতে দেখা গেছে। তাদের জুটির ব্যাপারে দর্শকদের মনে এক অন্যরকম আকর্ষণ তৈরি হয়েছে। এবং বর্তমানে, সেই জুটি বাস্তব জীবনেও পরিণয় বাঁধতে চলেছে। অভিনেত্রী শ্বেতা এবং তার দীর্ঘদিনের প্রেমিক রুবেল আগামী ১৯ জানুয়ারি বিয়ে করতে চলেছেন।

ranojoy bishnu kon gopone

বর্তমানে শ্বেতা একটি জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত। সম্প্রতি, তার ‘অনিকেত’-এর সঙ্গে সিরিয়ালে বিয়ের পর, তার আসল জীবনের সম্পর্ক নিয়ে সবার নজর কাড়ছে। তার এই সম্পর্ক নিয়ে কথা বললেন শ্বেতার সিরিয়ালের অনস্ক্রিন বর রণজয়। তিনি জানালেন, “শ্বেতা এবং রুবেল একসঙ্গে দারুণ কপল। তারা একে অপরকে খুব ভালোবাসে, এবং আমি তাদের জন্য সত্যিই খুব খুশি। শ্বেতা আসল জীবনে যেমন একজন স্ত্রী, সিরিয়ালে তেমনই একজন ম্যারেজ মেটিরিয়াল।”

রণজয় আরও বলেন, “শ্বেতা আমার থেকে বয়সে ২-৩ বছর ছোট, তবে আমরা একসঙ্গে কেরিয়ার শুরু করেছি। সেই সময়টা ছিল ২০০৮-০৯, তখন থেকেই আমাদের বন্ধুত্ব। আজ, শ্বেতার জন্য আমার একমাত্র শুভেচ্ছা। সে সত্যিই ভালো মানুষ এবং আমি চাই সে রুবেলের সঙ্গে সুখী জীবন কাটাক।”

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।