জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘পুষ্পা’ লুকে ধ্রুব ও জোনাকি! ভিলেনকে ধরতে নতুন ছদ্মবেশ নায়ক-নায়িকার! হেসে খুন দর্শকরা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ (Mittir bari)। অন্য ধাঁচের এক গল্প নিয়ে শুরু হয়েছিল মিত্তির বাড়ি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরী। ধ্রুব ও জোনাকি চরিত্রে অভিনয় করছেন তারা। প্রথম দিন থেকেই তাদের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। নতুন জুটির কেমিস্ট্রি মন জিতেছিল ভক্তদের।

ধারাবাহিকের প্রোমোতে ধ্রুব ও জোনাকির সম্পর্কের জটিলতা এবং তাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সম্প্রতি একটি নতুন প্রোমো প্রকাশ করেছে। দর্শকরা এই প্রোমো দেখে তাদের উচ্ছাসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া প্রোমোতে ‘পুষ্পা’ সিনেমার অভিনেতা-অভিনেত্রীর অবতারে দেখা যাচ্ছে।

Mittir bari, Bengali serial, Tollywood, Entertainment, মিত্তির বাড়ি, টলিউড, সিরিয়াল

খুব বেশিদিন হয়নি ধারাবাহিক শুরু হয়েছে। এর মধ্যেই গল্পের মোড়কে টুইস্ট দিয়ে মুড়িয়েছে এই ধারাবাহিক। যা এক কোথায় অনবদ্য। আসন্ন প্রোমোতে আল্লু আর্জুন ও রস্মিকা মন্দনা এর মতোই সেজেছেন ধ্রুব ও জোনাকি। তবে কারণ কি? কেন এমন অবতারে দেখা গেলো তাঁদের? প্রশ্ন ছুঁড়েছেন দর্শকেরা।

আসলে ধ্রুব ও জোনাকি ছদ্মবেশে ধরতে গেছে ভিলেনকে। রঘু রাই যে বর্তমানে গল্পের ভিলেন তাকেই হাতেনাতে ধরতে এমন ছদ্মবেশ ধারণ করেছে দুজনে। পুষ্পা ২ এর ‘স্বামী’ গানে একটি বার এর মধ্যে নাচতে দেখা যাচ্ছে তাঁদের। যেখানে জোনাকি ধ্রুবকে প্রশ্ন করছে যে এবারে তারা কোন মেশালে যাবে যার উত্তরে ধ্রুব জানায় মিশন রঘু ডাকাত।

সোশ্যাল মিডিয়ায় ভ্রমর এই ক্লিপটি সামনে আসতেই আনন্দে উৎফুল্ল দর্শক। এই ব্যাপারটিকে বেশ উপভোগ করেছেন তারা। তবে ধারাবাহিকের আগামী পর্বেই জানা যাবে আসলে কি হতে চলেছে এবং কোন দিকে গল্পের মোড় এগোবে। ধারাবাহিকটি সোম থেকে শনিবার রাত ৯টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়।

Titli Bhattacharya