জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শালিনী নয়, বক্সিংয়ে ভারতের প্রতিনিধিত্ব করবে ফুলকি! রাগে ফুলকিকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করল শালিনী-রুদ্র!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে একটি অন্যতম ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। বেশ অনেকটা সময় ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক, যা দাগ কেটেছে হাজার হাজার দর্শকদের মনে। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের ফ্যান করে তুলেছে। তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বাজিমাত বেজায় উপভোগ করেন দর্শকরা। প্রায় প্রত্যেক সপ্তাহতেই বিভিন্ন টুইস্ট এনে টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ইতিমধ্যেই ভুল কি রিকিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করায় রুদ্র গিয়ে ছাড়াতে যায়। এদিকে অংশু রুদ্রকে জানাই রিজিকে সে কোনোমতেই ছাড়তে পারবে না কারণ ফুলকিরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তারপরে রিকিকে সেখানে নিয়ে আসা হলো রিকি মিথ্যে কথা বলে যে তাকে মারধর করে ফুলকিরা সমস্ত কিছু স্বীকার করিয়েছে। সেখানে ফুলকি রুদ্রকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় যে খুব শীঘ্রই রুদ্রর আসল রূপ সবার সামনে নিয়ে আসবে তার সঙ্গেই রোহিতের বক্সিং থেকে ছিটকে যাওয়া এবং তথার মৃত্যুর পেছনেও যে রুদ্ররই ষড়যন্ত্র আছে সে কথাও সে প্রমাণ করে দেবে।

Phoolki, ফুলকি, zee Bangla, zee bangla serial,

ফুলকি আজকের পর্ব, ২৫ জানুয়ারি (Phulki Today episode, 25th January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে: রুদ্রর আসল রূপ ধীরে ধীরে আসছে সবার সামনে। কিন্তু হৈমন্তী বারবার ফুলকি এবং রোহিতকে ভুল বুঝে চলেছে। কিন্তু ফুলকি হাল ছাড়ার পাত্রী নয় সে হৈমন্তীকে সরাসরি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যে রুদ্র কেন বারবার লাবণ্যকে ঠকিয়েছে? ঈশিতাকেই বা কেন ঠকিয়েছে? কেন তার এত অন্যায়ের প্রমাণ থাকা সত্ত্বেও এখনোও হৈমন্তী তার প্রতি অন্ধ বিশ্বাস রেখেছে? এই সমস্ত প্রশ্ন ফুলকি জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারেনা হৈমন্তী, তিনি এখনো রুদ্রকেই বিশ্বাস করেন।

এদিকে ফুলকি ও রোহিত দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আর ঠিক সেইসময় টিভির পর্দায় দেখানো হয় বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ন্যাশনাল বক্সিং খেলার জন্য বাংলা থেকে ফুলকিকে বাছাই করা হয়েছে। এই খবর সামনে আছি রোহিত বিশ্বাসই করতে পারে না যে ফুলকি ভারতের হয়ে খেলতে যাবে। সেই জন্য রোহিত ফোন করে খোঁজখবর নিতে শুরু করে এবং জানতে পারে যে সত্যিই ফুলকিকেই নির্বাচন করা হয়েছে ভারতের হয়ে খেলার জন্য। এই খবর শুনে রায়চৌধুরী বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায় সারা ভারত থেকে ফুলকি কে নির্বাচন করা হয়েছে বলে। প্রত্যেকে ফুলকিকে নিয়ে মাতামাতি শুরু করে দেয়।

এদিকে শালিনী একটি বিজ্ঞাপনের হয়ে ফটোশুট করছিল ঠিক তখনই মাঝপথে তাকে শুটিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ওই কোম্পানির মালিক এসে শালীনিকে বলে বাংলা থেকে ফুলকিকে বাছাই করা হয়েছে ন্যাশনাল স্তরে খেলার জন্য, তাই আদেও তারা শালিনীর সঙ্গে ফটোশুট করবেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে। এটা জানতে পেরে শালিনী ভীষণই রেগে যায় এবং সবকিছু ভাঙচুর করতে শুরু করে। নিজের রাগ সামলাতে পারেনা সে। ঠিক তখনই রুদ্র এসে শালিনীর সঙ্গে প্ল্যান করতে থাকে ফুলকিকে যেভাবেই হোক তাদের রাস্তা থেকে সরাতে হবে। কারণ তাতে শালিনী আর রুদ্র দুজনেরই মঙ্গল। তাই জন্য রুদ্র এবং শালিনী মিলে ঠিক করে সরাসরি বক্সিংয়ের একটি চ্যালেঞ্জ করবে শালিনী ফুলকিকে। আর সেখানে ফুলকির বড় সর্বনাশ করে তাদের রাস্তা থেকে ফুলকিকে সরাবে তারা। এবার আগামী পর্ব বলে দেবে কি হতে চলছে।

Piya Chanda