বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে হাজারো একটা বিয়ের ফটো। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই মত্ত বিয়ের মরশুমকে উপভোগ করতে। সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করতে দেখা যাচ্ছে কেউ থাকছে আমন্ত্রিত অতিথি রূপে আবার কেউ নিজেই বসছে বিয়ের পিঁড়িতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারা গেছে, টেলি অভিনেতা শ্বেতা (Sweta Bhattacharjee)-রুবেল (Rubel Das) থেকে মল্লিকা-রুদ্রজিৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
গত ৬দিন আগেই শ্বেতা-রুবেলের বিয়ে হয়ে গেলেও তার রেশ এখনও কাটেনি, তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে। বিগত ৪বছর ধরে এই জুটি চুটিয়ে প্রেম করার পর অবশেষে এই বছরের জানুয়ারি মাসে সাত পাঁকে বাঁধা পড়েছেন। পেশায় দুজনেই অভিনেতা-অভিনেত্রী হওয়ার জন্য বিয়ে থেকে বৌভাত জুড়ে ছিল তারকাদের মেলা।
বর্তমানে, এই জুটি জি বাংলার দুটি আলাদা সিরিয়ালে অভিনয় করছেন। রুবেলকে দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে আবার অন্যদিকে শ্বেতাকে ‘কোন গোপনে মন ভেসেছে’ লিড চরিত্রে দেখা যাচ্ছে। এই জুটির বিয়ের দিন দেখা গেছে ‘কোন গোপনে মনে ভেসেছের কলাকুশলীদের আর রিসেপশানে হাজির ছিলেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের রুবেলের সহকর্মীরা।
কিন্তু, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও সমালোচনার মুখে পড়লেন ‘নিম..’র পর্ণা-সৃজন। সমালোচকদের কথায়, ”নিম ফুলের মধু’ ধারাবাহিকের জুটিকে একবার হলেও তাঁদের দেখা যাবে কোনো ফটোর মাধ্যমে। এই সিরিয়ালের অনেক অনুরাগীরা সমাজ মাধ্যমে বলেছেন, ‘শ্বেতা-রুবেলের রিসেপশানে নিউ ফুলের মধুর পুরো টিমকে একসাথে দেখলাম কিন্তু মেইন যার জন্য অপেক্ষায় ছিল সবাই পল্লবী দি সে এলো বাট কোন গ্রুপ ফটোতে তাকে দেখলাম না। ভেবেছিলাম প্রিয় একটা জুটিকে ‘সৃপর্ণা’কে একসঙ্গে দেখতে পাবো কিন্তু দেখা আর হয়ে উঠল না। একটা পিক দেখলাম তার শ্বশুরের সাথে আর বাকি টিমের কারোর সাথেও দেখলাম না। ‘সৃপর্ণা’কে একসাথে একটা ছবিতে দেখতে পেলাম না’।
আরও পড়ুনঃ শালিনী নয়, বক্সিংয়ে ভারতের প্রতিনিধিত্ব করবে ফুলকি! রাগে ফুলকিকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করল শালিনী-রুদ্র!
এই কথার মাধ্যমে সিরিয়াল প্রেমীরা কিছুটা হলেও দুঃখ প্রকাশ করেছেন। আবার এক দর্শক পল্লবী অর্থাৎ সবার প্রিয় পর্ণার সমালোচনা করে বলেছেন, ‘অনেকে বলছে এটা নাকি তার পার্সোনালিটি। কিন্তু আমার অ্যাটিটিউড ছাড়া আর কিছু মনে হলো না। যাদের বিয়েতে গেল তাঁদের সাথে একটা পিকও তোলেনি’। অর্থাৎ কেউ কেউ মনে করছে অভিনেত্রী পল্লবী ভীষণই অহংকারী। অবশ্য এই বিষয় নিয়ে পল্লবী মাথা ঘামাননি।