বাংলা চলচ্চিত্র ও থিয়েটারের জগতে সুপরিচিত অভিনেত্রী অনসূয়া মজুমদার (Anashua Majumdar) তার দীর্ঘ অভিনয় জীবনে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তবে কখনও নিজেকে ভেঙে পড়তে দেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন।
অনসূয়া মজুমদার অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা শুরুতে না থাকলেও, কলেজ জীবনে অধ্যাপক ও সিনিয়রদের উৎসাহে অভিনয়ের প্রতি আগ্রহী হন। কলেজের অন্তর্বর্তী প্রতিযোগিতায় অভিনয়ের জন্য তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, “অভিনয় কিন্তু একা ব্যাট করার মাঠ নয়।” সহ-অভিনেতাদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে তিনি তার অভিনয় দক্ষতা উন্নত করেছেন।
তার অভিনয় জীবনে তিনি মৃণাল সেনের ‘মহাপৃথিবী’, গৌতম ঘোষের ‘গুড়িয়া’, বুদ্ধদেব দাশগুপ্তের ‘তাহাদের কথা’ এবং অপর্ণা সেনের চলচ্চিত্রে কাজ করেছেন। তবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘মুখার্জিদার বউ’ এবং ‘গোত্র’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কে তিনি জীবনের মাইলস্টোন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমাদের মতো অভিনেতাদের জন্য তো কেউ ভাবে না। ওঁরা ভেবেছে।”
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, “শুধু বিনোদন নয়, এখনকার শিল্পীদের আরও বেশি করে সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত।” তিনি বিশ্বাস করেন, শিল্পীদের সমাজের প্রতি দায়িত্ব পালন করা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সচেতন করা প্রয়োজন।
আরও পড়ুনঃ সাক্ষ্য-চারুর বিয়ে নিয়ে মাতলো সকলে! ‘অনুরাগের ছোঁয়া’-তে জমজমাট উত্তেজনা!
অনসূয়া মজুমদার তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার মুখোমুখি হয়েও কখনও হতাশ হননি। তিনি বলেন, “আক্ষেপগুলোকে আঁকড়ে ধরে রাখলে এগিয়ে যাওয়া যায় না। তাই আমি যা পেয়েছি, তাতেই সন্তুষ্ট এবং জীবনের প্রতি কৃতজ্ঞ।” তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও কাজের প্রতি অগাধ ভালোবাসা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।