জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘মিঠিঝোরা’ জমজমাট! রাইয়ের মৃ’ত্যুর জন্য অনির্বাণকে দায়ী করে জেলে ভরলো পুলিশ

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরু থেকে নিয়েই এই ধারাবাহিক চর্চার কেন্দ্রে। ক্ষণে ক্ষণে ধারাবাহিকটি ৯০ ডিগ্রি মোড় বদল করে। বিবাহিত জীবনে একের পর এক ঘাত প্রতিঘাত পার করে রাইপূর্ণা অবশেষে অনির্বাণকে ডিভোর্স দেয়। আর তারপর আকস্মিক এক ঝড়ের মুখে পড়ে সম্পূর্ণ বদলে গিয়েছে রাইয়ের জীবনের মোড়।

অনির্বাণকে ডিভোর্স দেওয়ার পর শহর ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল রাইপূর্ণা। এক জীবনে সে অনেক কিছু দেখে নিয়েছে। ধারাবাহিক সেই জীবন ছেড়ে অনেক দূরে পাহাড়ে গিয়ে থাকতে চেয়েছিল সে। সব এগোচ্ছিল সঠিকভাবেই। নতুন চাকরি নিয়ে কালিম্পংয়ে পাড়ি জমিয়েছিল রাই।

Mithijhora Today Episode 29 January 2

ইতিমধ্যে অনির্বাণ নিজের বাড়িটা আর রাইয়ের নামে লিখে দেয়। আর সেটাই হাতে পেয়ে যায় নীলু। কোয়েলের সঙ্গে প্ল্যান করে নকল দলিল বানিয়ে রাইকে দিয়ে সেই বাড়িটা নিজের নামে করে নিতে চায়। আর সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাইকে কিডন্যাপ করিয়ে মেরে ফেলার প্ল্যান করেছিল নীলাঞ্জনা। কিন্তু সেই প্ল্যান বানচাল করে বন্দুক দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় রাই।

পথে রাইয়ের এক্সিডেন্ট হয়। নীলাঞ্জনা ও কোয়েল জানে রাইয়ের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পুলিশের হাতে ধরাও পড়েছে তাঁরা। সব কথা স্বীকার করে নিয়েছে। অন্যদিকে অনির্বাণ রাইয়ের বাড়িতে যায় এই বলতে যে, রাইকে সে যেমন করে হোক খুঁজে এনে দেবে। কিন্তু রাইয়ের বাড়ির লোকজন তাঁকে দোষী বলে আঙুল তোলে।

তাহলে কি এবার গ্রেফতার হবে অনির্বাণ? কারণ আর যাই হোক না কেন পরোক্ষভাবে অনির্বাণের জন্য এত বড় বিপদের মুখোমুখি রাই। অন্যদিকে দেখা যায়, রাই হাসপাতালের বেডে শুয়ে স্মৃতি হারিয়ে যাওয়ার কথা ঘোষণা করে। আসলে স্মৃতি তাঁর হারিয়ে যায়নি, সে তাঁর আগের জীবনকে ভুলতে চাইছে।

Titli Bhattacharya