জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের বন্ধের খবর! শেষ হচ্ছে টেলিভিশনের খুব জনপ্রিয় সিরিয়াল, ধারাবাহিকের নাম জানলে মন ভাঙবে

টেলিভিশন (Television) পর্দার সিরিয়ালগুলি (Bengali Serial) যেন দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই সকলের ঘরে ঘরে শুরু হয়ে যায় বিভিন্ন জনপ্রিয় চ্যানেলের সিরিয়ালগুলি। আর সিরিয়াল দেখে সময় কাটান দর্শকেরা। ধীরে ধীরে এই সিরিয়াল গুলির গল্পের সঙ্গে একাত্ম হয়ে যান তাঁরা। সিরিয়াল একদিন বন্ধ থাকলেই চিন্তা শুরু হয়ে যায় দর্শকদের।

জি বাংলা ও স্টার জলসার মতো বর্তমানে কালার্স বাংলা, সান বাংলার সিরিয়ালগুলিও যথেষ্টই নাম করেছে। ধারাবাহিকের গল্পগুলি যেমন আলাদা হয় ঠিক তেমনভাবেই নামকরা শিল্পীদের সেখানে দেখা যায় গুরুত্বপূর্ণ ভূমিকায়। সম্প্রতি জি বাংলা ও স্টার জলসায় বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হওয়ার খবর শোনা যাচ্ছিল।

তবে নতুন সিরিয়ালগুলি আসলে সেগুলিকে জায়গা দেওয়ার জন্য পুরনো সিরিয়ালগুলিকে শেষ হতে হয়। আর সেই ধারা বজায় রেখেই এবার শেষ হচ্ছে টেলিভিশন পর্দার খুব জনপ্রিয় এক সিরিয়াল। যার শেষ হওয়ার খবর শুনে বেশ মন খারাপ দর্শকদের। কিন্তু কোন চ্যানেলের কোন সিরিয়াল শেষ হচ্ছে? আসুন দেখে নেওয়া যাক।

শেষ হচ্ছে আকাশ আট চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমার প্রেম’। অভিনেতা আর্য দাসগুপ্ত ও অভিনেত্রী বিয়াস ধর অভিনীত এই ধারাবাহিকটি অল্প সময়ের মধ্যেই সকলের মন দখল করে নিয়েছিল। এই ধারাবাহিকের গল্পগুলি এমনই হয় যে, কয়েক মাস ধরেই চলে। ‘অনুপমার প্রেম’ ধারাবাহিকটির ক্ষেত্রেও তাই হয়েছে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে গত নভেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক এবার শেষের দিকে। হয়ে গিয়েছে শেষ দিনের শুটিংও। বিয়াস ও আর্য ছাড়াও এই ধারাবাহিকে অনেক নবাগতা ও উঠতি প্রজন্মকে দেখা গিয়েছে। সব মিলিয়ে এই ধারাবাহিক দর্শকদের পছন্দের ছিল।

Piya Chanda

                 

You cannot copy content of this page