জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পাপ কাটিয়ে পুণ্য লাভ করলেন দিদি নাম্বার ওয়ান রচনা! মহাকুম্ভে গিয়ে মুগ্ধ নায়িকা

ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে যাচ্ছে সমাজের সাধারণ মানুষ থেকে ভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিগণ। দীর্ঘ ১৪৪ বছর পর প্রয়াগরাজে এই মহাকুম্ভের মেলা হওয়াতে অন্য বছরের থেকে এই বছর অত্যাধিক মাত্রায় ভীড় হচ্ছে পুণ্যস্নানের জন্য। এর আগে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজনীতি দলের নেতারা গেছেন এই মেলায়।

এমনকি, মহাকুম্ভের মেলায় বাংলার বিনোদন জগতের বহু চেনা মুখ ধরা পড়েছে ক্যামেরায়। বর্তমানে, এই পুণ্যস্নানে হাজির হয়েছেন বাংলার দিদি নং.1 অর্থাৎ রচনা ব্যানার্জী। পুণ্য অর্জনের এমন মোক্ষম সুযোগ ছাড়তে নারাজ ছিলেন অভিনেত্রী। অবশেষে গঙ্গাসাগরে ডুব দিলেন রচনা।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ্যমে জানান, “শব্দ নেই ব্যাখ্যা করার, এ অনুভূতি কেমন অনুভূতি। যে এখানে আসবে, যে এই সঙ্গমে স্নান করবে তবেই তাঁরা বুঝতে পারবে”। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে গেরুয়া বস্ত্র, তা দেখেও অনেকে বিদ্রুপ করেছে তাঁকে নিয়ে। কারণ, অভিনেত্রীর রাজনৈতিক দলের রং আলাদা হওয়ার কারণে সমালোচিত হতে হয়। এছাড়াও, রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন মন্তব্যর কারণে রচনাকে ট্রোলের শিকার হতে হয়।

এক সময়ের সুপারহিট অভিনেত্রীর এখন দেখা মেলে প্রধানত ছোটো পর্দায়। জি বাংলার ‘দিদি নং.1’ নামের এক গেম শোয়ের সঞ্চালিকা হিসাবে দেখা যায় তাঁকে। রাজনীতির জীবন ও বুটিক নিয়ে বেজায় ব্যস্ত তিনি। প্রসঙ্গত বলা যায়, অভিনেত্রী তাঁর পুরো দমে অভিনয় জীবন চলাকালীন প্রসেনজিতের সঙ্গে ৩০টির ওপর সিনেমা করেছেন। শেষ অভিনেত্রী বড়ো পর্দায় দেখা গেছে ‘রামধনু’ সিনেমাতে।

Piya Chanda