ইমন চক্রবর্তী (Iman Chakraborty), গানের জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইনি। ইতিমধ্যেই, গায়িকার ঝুলিতে এসেছে ন্যাশনাল অ্যাওয়ার্ডস। এই মুহূর্তে গায়িকাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার ‘সারেগামাপা’-এর বিচারকের আসনে। এই সোশ্যাল মিডিয়ার যুগে কিছুদিন আগেই ইমনের এক বিতর্কিত ভিডিও বেশ ভাইরাল হয়ে উঠেছিল। সেখানে দেখা যাচ্ছিল, এক দর্শক বাংলা গান শুনতে না চাওয়ায় উত্তম মধ্যম কথা শুনিয়েছিল তাঁকে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া আবারও ভাইরাল হতে দেখা যাচ্ছে ইমন চক্রবর্তীকে। বাংলার ওই গায়িকা বরাবরই স্পষ্টবাদী। ইউটিউবের এক পডকাস্ট ইন্টারভিউতে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “যখন কেউ অন্ধকারে ঢুকতে থাকে ঢুকতে থাকে, অন্ধকার একটা নেশার মতো জানো তো। মানে তুমি কিন্তু জানো যে আলোটা আছে। কিন্তু যখন একবার অন্ধকারটায় ঢুকতে শুরু করবে না…. কেউ যেন না ঢোকে এটার মধ্যে প্রার্থনা করব। কিন্তু যারা ঢুকেছে একবার, তারা বারবার ঢুকতে থাকে। এবং সেটা ভীষণ কষ্টের খুব সাফোকেটিং। তখন মনে হয় বুকের মধ্যে পাথর চাপা দেওয়া আছে। তখন পাথরটা কে সরাবে? সবার আগে তোমাকেই সরাতে হবে। তবে তো তুমি অন্যের কাছে যাবে। তবে তো অন্যের থেকে সাহায্য চাইতে পারবে। আগে তো তোমায় উঠতে হবে। সকালটা তো শুরু করতে হবে। ওই সকাল শুরু করাটা মাঝে মাঝে কঠিন হয়ে যায়”।
এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে জীবনে ওঠা-পরা থাকবে কিন্তু থেমে থাকলে চলবে না। গায়িকা আরও বললেন, “একবার যখন কাজটা শুরু হয়ে যায় তখন সেটা চলতে থাকে। রেলগাড়ির চাকা একবার গড়ালে গড়াতে থাকে। তো শুরু হওয়াটা জরুরি। নিজেকে ওই ধাক্কা দেওয়াটা জরুরি। তার জন্য একটা সাত্ত্বিক জীবন, ডিসিপ্লিন্ড জীবন থাকা খুব জরুরি। যে আমি এটা এটা করব, এটা এটা আমার জন্য খারাপ। করব না। বাদ দিয়ে দাও”।
আরও পড়ুনঃ প্রেমের মরসুমে আসছে মিমির নতুন গান! নতুন চমক থাকবে মিউজিক ভিডিওতে, কবে মুক্তি পাবে অভিনেত্রীর গান?
ইনি বিনি টাপা টিনি’র গায়িকা বললেন, “৪০ বছরের জীবন ধরো, তার মধ্যে শুরুর ১০-১৫ বছর সেরা জীবন। তারপরে তুমি যেই নিজের পাকামি করতে শুরু করলে, নিজে বুঝতে শুরু করলে যে এটা আমার জন্য ভালো, একটা সময়ের পর বুঝবে ওটা একদম খারাপ তোমার জন্য। তো তাই তোমার যদি কোনও বিশ্বাসের জায়গা থাকে তার উপর ছেড়ে দিয়ে রিল্যাক্স থাকো। নিজেকে সিরিয়াসলি নিও না। বি কুল, আনন্দে থাকো”।