স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রোশনাই (Roshnai)। অভিনেতা শন ব্যানার্জি ও অভিনেত্রী তিয়াসা লেপচা অভিনীত এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় অচিরেই জনপ্রিয় হয়েছে। অতীতে তিয়াসার জায়গায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। যদিও নিজের ব্যক্তিগত সমস্যার কারণে ধারাবাহিক থেকে সরে এসেছেন তিনি।
রোশনাই আজকের পর্ব ৮ ফেব্রুয়ারি (Roshnai Today Episode 8th February)
স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে, আরণ্যকের থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে এনে নিজের নাচের দিকে মনোযোগ দিয়েছে রোশনাই। পার্টিসিপেট করেছে নামকরা এক প্রতিযোগিতায়। যেখানে পদে পদে অপদস্ত হতে হচ্ছে তাঁকে। কিন্তু কোন বাধাই রোশনাইকে আটকাতে পারবে না।
![Bengali serial, Entertainment, Roshnai, Serial Update, Star Jalsha, television, রোশনাই, রোশনাই আজকের পর্ব ৮ ফেব্রুয়ারি এপিসোড, স্টার জলসা roshnai](https://tollytales.com/wp-content/uploads/2025/02/roshnai-1024x614.webp)
ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে, রোশনাইকে এই প্রতিযোগিতা থেকে সরানোর জন্য অনেকেই নানা ভাবে চেষ্টা করে চলেছে। কিন্তু রোশনাই নিজের প্রতিভার দ্বারা সকলের মন জয় করে নিয়েছে। আর এবার উপস্থিত হয়েছে সুরঙ্গমা। মঞ্চে উঠে সে ভাষণ দেওয়া শুরু করেছে।
সুরঙ্গমা মঞ্চে উঠে বলতে থাকে, তাঁর মেয়ে গরিমা অনেক বড় বিপদে পড়েছিল। তাঁকে নিজে হাতে সুস্থ করে তুলেছে আরণ্যক। গরিমার সুস্থ হয়ে ওঠার পেছনে আরণ্যকের ভূমিকা অপরিসীম। তিনি এই রিয়েলিটি শোতে থাকবেন জাজ হিসেবে। কিন্তু তাঁর মেয়ে গরিমা যখন থেকে পারফর্ম করবে তিনি আর বিচারক থাকবেন না।
আরও পড়ুনঃ বয়স কি ভালোবাসার অন্তরায়? অসমবয়সী প্রেমের গল্প নিয়ে হাজির দিতিপ্রিয়া-জিতু
এদিকে, রিয়েলিটি শোতে রোশনাইকে দেখে প্রচন্ড রেগে যায় গরিমা। রোশনাই ভাবতে থাকে, সে তো সবার থেকে নিজেকে সরিয়ে এনেছে। তাহলে কেন আবার সবার সাথে দেখা হচ্ছে। গরিমা কিছুতেই এই প্রতিযোগিতায় থাকতে চায়না। সবাই বলে, রোশনাই এমনিতেই হেরে গিয়ে এই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যাবে। তাই গরিমার আর চিন্তা করার কিছুই নেই। কিন্তু সকলকে চমকে দিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে কামাল করে দেয় রোশনাই।