জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বয়স কি ভালোবাসার অন্তরায়? অসমবয়সী প্রেমের গল্প নিয়ে হাজির দিতিপ্রিয়া-জিতু

জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, যেখানে দর্শকরা আবারও দেখতে পাবেন দিতিপ্রিয়া রায় ও জিতু কমলকে একসঙ্গে। আগে ধারাবাহিকটির নাম তোমাকে ভালোবেসে শোনা গেলেও, নতুন ঘোষণায় নিশ্চিত করা হয়েছে যে এর চূড়ান্ত নাম চিরদিনই তুমি যে আমার।

দিতিপ্রিয়া এবং জিতু দুজনেই দীর্ঘ বিরতির পর আবার ছোট পর্দায় ফিরছেন, যা দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই নতুন সিরিয়ালের গল্প মূলত অসমবয়সী প্রেমের কাহিনি ঘিরে আবর্তিত হবে, যেখানে একদিকে থাকবে উচ্ছ্বল ও প্রাণবন্ত এক তরুণী, অন্যদিকে পরিণত, মার্জিত ও সংযত একজন পুরুষ, যে তার ভালোবাসার মানুষটির সব ইচ্ছেপূরণে সদা প্রস্তুত।

প্রকাশিত প্রোমোতে দেখা যায়, নায়ক হেলিকপ্টার থেকে নেমে নায়িকার কাছে আসছেন। দিতিপ্রিয়া চরিত্রটি ইচ্ছা প্রকাশ করে বরফে ঢাকা পাহাড়ে গিয়ে বরফের গোলা খাওয়ার। সেই স্বপ্ন পূরণ করতেই জিতু তাকে নিয়ে যায় পাহাড়ি পরিবেশে, যেখানে তাদের একসঙ্গে মজার মুহূর্ত কাটাতে দেখা যায়। দিতিপ্রিয়া বরফের ওপর ছুটোছুটি করে, বরফ নিয়ে খেলে আর খুশিতে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু মজার ছলে নায়ককে বয়স নিয়ে খোঁচাও দেয়। একসময় বরফের ওপর পা পিছলে পড়তে গেলে জিতু তাকে ধরে ফেলে এবং বলে, “বয়স মানুষকে সাবধানী হতে শেখায়।” শেষে দিতিপ্রিয়া বলে ওঠে, “আমরা সাত জন্মের বাঁধনে বাঁধা।”

এই প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। চ্যানেলের তরফ থেকে প্রোমো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “ভালোবাসা যদি সত্যি হয়, তবে কি বয়স কখনও বাধা হতে পারে?” যা এই কাহিনির মূল বার্তাটিই প্রকাশ করছে। প্রোমোর প্রতি দর্শকদের প্রতিক্রিয়াও অত্যন্ত ইতিবাচক। কেউ মন্তব্য করেছেন, “এই গল্পটি সত্যিই অসাধারণ হতে চলেছে,” আবার কেউ লিখেছেন, “দিতিপ্রিয়ার ছোট পর্দায় ফেরা আনন্দের, আর জিতু কমলকে নেওয়া একেবারে সঠিক সিদ্ধান্ত।” আরও একজন লিখেছেন, “অবশেষে অন্যরকম কিছু দেখতে পাব!”

সব মিলিয়ে, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকমহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রেমের নতুন এক আঙ্গিক নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিক, যেখানে সম্পর্ক, অনুভূতি ও আবেগের এক গভীরতর চিত্র তুলে ধরা হবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page