অভিনেতা আদৃত রায় ও অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ২০২৪ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছেন। টেলিভিশন সিরিয়াল মিঠাই-এর সেট থেকেই তাদের সম্পর্কের সূচনা হয়। দীর্ঘদিন সম্পর্ক আড়ালে রাখলেও বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন তারা। বর্তমানে আদৃত অভিনয় করছেন জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়ি-তে, আর কৌশাম্বী রয়েছেন ফুলকি ধারাবাহিকে। দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু হলেও পেশাগত ব্যস্ততার কারণে খুব বেশি সময় একসঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন না তারা। তবে বিয়ের পর এটি তাদের প্রথম ভ্যালেন্টাইনস ডে, তাই দিনটি কীভাবে উদযাপন করবেন তা নিয়ে রয়েছে অনেক কৌতূহল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদৃতের কাছে জানতে চাওয়া হয়, বিশেষ দিনটি কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন। উত্তরে তিনি জানান, শুটিং শিডিউল খুব টাইট থাকায় ছুটি পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নন। তবে সুযোগ পেলে কৌশাম্বীর জন্য কিছু বিশেষ করতে চান। তিনি আরও বলেন, “সারাদিন শুটিংয়ের ব্যস্ততার পর আমরা দুজনেই ক্লান্ত হয়ে যাই, তাই সময় পেলে নিশ্চয়ই একসঙ্গে ভালো কিছু করার চেষ্টা করব।” তার কথায় স্পষ্ট, কর্মব্যস্ততার মাঝেও ভালোবাসার মুহূর্ত তৈরি করার ইচ্ছা তাদের রয়েছে।

কেবল বিশেষ দিনই নয়, অবসর পেলেই একসঙ্গে সময় কাটানো উপভোগ করেন আদৃত-কৌশাম্বী। কাজের চাপে একে অপরকে কম সময় দিলেও ছুটির দিনে নিজেদের মতো করেই দিনটি উপভোগ করেন। আদৃত মজা করে বলেন, “আমাদের দুজনের জন্য ছুটির দিনের প্রধান আকর্ষণ হলো ঘুম।” একসঙ্গে সময় কাটানো, গল্প করা, খুনসুটি থেকে শুরু করে ছোটখাটো ঝগড়া—সব মিলিয়ে তাদের সম্পর্ক বেশ প্রাণবন্ত।
দুজনেরই অভিনয় জগতের ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবনে তারা একে অপরের প্রতি দারুণ যত্নশীল। ভালোবাসার দিনটি কীভাবে কাটাবেন তা পুরোপুরি নির্ভর করছে শুটিংয়ের শিডিউলের উপর। তবে বিশেষ কোনো আয়োজন না থাকলেও একসঙ্গে কিছুটা সময় কাটাতে পারলেই সেটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় উপহার।
আরও পড়ুনঃ অবশেষে আঁখি-ঝিলিকের সত্যি জানতে পেরে গেল গৌরব! ফাঁস হয়ে গেল দুই বোনের রহস্য
এমনই এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রসায়ন গড়ে উঠেছে আদৃত ও কৌশাম্বীর মধ্যে। পর্দার বাইরেও তাদের রসায়ন দর্শকদের কাছে সমান জনপ্রিয়। তাই ভ্যালেন্টাইনস ডে-তে তারা কীভাবে সময় কাটান, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল থাকাটা স্বাভাবিক। সময়ের অভাব থাকলেও ভালোবাসার বিশেষ মুহূর্ত চুরি করে নেওয়ার পরিকল্পনা যে তারা করেই রেখেছেন, তা বলাই বাহুল্য!