জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মায়ের পথেই হাঁটছে ইউভান? স্কুলের অনুষ্ঠানে নাচে মাত করল রাজ-শুভশ্রীর ছেলে!

টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ইউভান দেখতে দেখতে চার বছরে পা রেখেছে। বর্তমানে সে কলকাতার একটি খ্যাতনামা স্কুলে পড়াশোনা করছে। সম্প্রতি সেই স্কুলের এক অনুষ্ঠানে ইউভান পারফর্ম করে, যা দেখে গর্বিত মা শুভশ্রী সেই বিশেষ মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, স্কুলের মঞ্চে অন্যান্য খুদেদের সঙ্গে ইউভানও পারফর্ম করছে।

কমলা রঙের পোশাকে সুরের তালে তাল মিলিয়ে নাচতে দেখা যায় তাকে। ভিডিওটি পোস্ট করে শুভশ্রী আবেগভরা ক্যাপশনে লেখেন, “আমার সোনা, আমার সোনা, আমার সোনা,” সঙ্গে কয়েকটি লাল হৃদয়ের ইমোজিও দেন। ইউভানের পারফরম্যান্স দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত। অনেকেই শুভশ্রীর পোস্টে মন্তব্য করেন। কেউ লেখেন, “একেবারে মায়ের মতো,” আবার কেউ বলেন, “মনে হচ্ছে মায়ের পথেই হাঁটবে।” শুভশ্রীর ঘনিষ্ঠ বন্ধু, জনপ্রিয় গায়িকা আকৃতি কক্করও ভিডিওটি দেখে ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর ইউভানের জন্ম হয়। তার পর থেকেই শুভশ্রী ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছোট থেকেই ইউভান স্কুলে যেতে শুরু করে। মাত্র দুই বছর বয়সেই সে প্লে স্কুলে ভর্তি হয়, আর এখন কলকাতার অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান দ্য হেরিটেজ স্কুলে পড়াশোনা করছে।

দ্য হেরিটেজ স্কুল কলকাতার একটি বিখ্যাত ডে বোর্ডিং স্কুল, যেখানে অনেক টলিউড তারকার সন্তানরা পড়াশোনা করেছে বা করছে। এই স্কুলে পড়ুয়াদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ ও স্ন্যাক্সের ব্যবস্থা থাকে। স্কুলের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখানে ভর্তি করানোর জন্য কেজি পর্যন্ত প্রায় তিন লাখ টাকার বেশি খরচ পড়ে। পাশাপাশি, প্রতি তিন মাস অন্তর আনুমানিক ৫০ হাজার টাকা ফি দিতে হয়।

শুভশ্রী কেবল ইউভানের নয়, তার কন্যা ইয়ালিনি গঙ্গোপাধ্যায়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। শুভশ্রী ও রাজ তাদের সন্তানদের প্রতিটি বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ইউভানের এই পারফরম্যান্সও তার পরিবারের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

Piya Chanda