জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আরণ্যককে উচিৎ শিক্ষা দিয়ে কথা শুনিয়ে জব্দ করল নায়িকা !

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রোশনাই (Roshnai)। জলসা পর্দার এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা শন ব্যানার্জি ও অভিনেত্রী তিয়াসা লেপচা। জলসার এই ধারাবাহিকে রোশনাই চরিত্রে অতীতে দেখা গিয়েছিল অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। যদিও পরবর্তীতে ধারাবাহিক ছেড়েছেন অভিনেত্রী। আর এখন জমজমাট হয়ে উঠেছে জলসার রোশনাই।

রোশনাই আজকের পর্ব ১১ ফেব্রুয়ারি এপিসোড (Roshnai Today Episode 11th February)

স্টার জলসা রোশনাই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে, বিরাট প্রতিযোগিতায় এসেছে রোশনাই। তবে সেখানে সে পদে পদে ষড়যন্ত্রের শিকার। সবাই চাইছে রোশনাই যেন পরাজিত হয়। কিন্তু নিজের প্রতিভার জোরে ফাইনাল অবধি পৌঁছে গিয়েছে রোশনাই। আর এখন প্রতিযোগিতায় পা রেখেছে গরিমা।

Star Jalsha, Roshnai, Bengali Serial, Serial Update, Television, Entertainment, স্টার জলসা, রোশনাই, রোশনাই আজকের পর্ব ৮ ফেব্রুয়ারি এপিসোড

গরিমা আসার পর যখন জানতে পারে রোশনাই এই প্রতিযোগিতার প্রতিযোগী তখন রোশনাইকে হারানোর জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে। কিন্তু এই সব নিয়ে মাথা ঘামাচ্ছে না রোশনাই। অন্যদিকে, রোশনাইকে নিয়ে অনেক বেশি ভাবিত হয়ে পড়ে আরণ্যক। আদিত্য রোশনাইয়ের জন্য কিছু করছে দেখে রাগে ফুঁসে উঠে সে।

প্রতিযোগিতায় আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক যেন রোশনাইকে নিয়ে বেশি কিছু না ভাবে। তখন আরণ্যক বলে আদিত্য তাহলে রোশনাইকে নিয়ে এত ভাবছে কেন? রোশনাই একা একটা মেয়ে, নিজের চেষ্টায় এতদূর এসেছে তাই আদিত্য প্রয়োজনে রোশনাইয়ের পাশে থাকবে। আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক জানেনা সে কে। মুম্বাইতে তার কত চেনা পরিচিতি।

অন্যদিকে গরিমা রাগ করে হোটেলে চলে যায়। সে বলে আরণ্যক রোশনাইকে পেলে আর কিছুই দেখতে চায় না। সুরঙ্গমা গরিমাকে নিজের আখের গোছাতে বলে। আর বলে, এমনিতেই রোশনাই এই প্রতিযোগিতা হেরে বাড়ি চলে যাবে। তাই গরিমা যেন বেশি কিছু চিন্তা না করে। শেষ মুহূর্তে ষড়যন্ত্রে রোশনাই ফাইনালে গিয়ে হেরে যাবে এই কথা আরণ্যক যখন রোশনাইকে জানায়, তখন রোশননাই আরণ্যককে ভুল বুঝতে থাকে। আর আরণ্যককে কথা শুনিয়ে জব্দ করে।

Piya Chanda