জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বুড়ো বয়সে ভীমরতি! প্রথম বিবাহ বার্ষিকীতে শ্রীময়ীকে চুমু খেয়ে একাকার করলেন কাঞ্চন!

দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল কাঞ্চন (Kanchan Mallik) শ্রীময়ী (Sreemoyee Chattoraj)-এর বিয়ের। প্রথম বিবাহ বার্ষিকীতে পাশাপাশি কাঞ্চন-শ্রীময়ী। চলছে জমজমাট উদযাপন। আর তারই মাঝে বউকে চুমু খেয়ে একাকার করলেন কাঞ্চন। ভিডিও প্রকাশ্যে আসার পর দর্শক বলছেন, এ যেন বুড়ো বয়সের ভীমরতি!

এই নিয়ে কাঞ্চনের তৃতীয় বিয়ে শ্রীময়ীর সঙ্গে গাঁটছড়া বন্ধন। প্রথম স্ত্রী অনিন্দিতা ও দ্বিতীয় স্ত্রী পিংকির সঙ্গে বিবাহিত জীবনের সম্পর্কের পর তৃতীয়বার প্রেমে পড়েছিলেন কাঞ্চন। তবে সেই সম্পর্কের রাখঢাক ছিল না। কাঞ্চন যে শ্রীময়ীকে বিয়ে করবে সেটা জানা ছিল সবারই। পিংকির সঙ্গে আইনি বিচ্ছেদের পর চার হাত এক হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর।

kanchan sreemoyee vacation

বিয়ে করার পর অভিনেত্রী শ্রীময়ীকে প্রশ্ন করা হয় কেমন অনুভূতি হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে শ্রীময়ী জানান, “এখনও বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। তিনি আরো বলেন, “একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু’জনে মিলে সামনের দিনগুলি ভাল ভাবে কাটানোর কথা ভাবছি।” গত বছর প্রেমের দিবস ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি মতে বিয়ে হয়েছিল কাঞ্চন ও শ্রীময়ীর।

দেখতে দেখতে চলে এসেছে তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী। এরই মাঝে করে এসেছে সন্তান কৃষভী। কাঞ্চনের এখন ভরা সংসার। বিয়ের পর নতুন বউয়ের সঙ্গে বহুবার আড্ডায় এসেছেন বিধায়ক। বিবাহ বার্ষিকী পর্বে আড্ডায় এসে বউকে চুমু খেলেন সর্বসমক্ষে। যদিও তাই নিয়ে রীতিমতো কথা তুলছেন সবাই।

সকলের কথায়, কাঞ্চনের এটা যেন বুড়ো বয়সে ভীমরতি। যদিও কাঞ্চন শ্রীময়ী সবসময়ই চর্চার কেন্দ্রে থাকেন। কখনো হানিমুনে গিয়ে আবার কখনো নিজেদের ব্যক্তিগত কথা ফাঁস করায়, যদিও দম্পতির অনুরাগীরা তাঁদের প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে।

Piya Chanda