জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মেয়েদের বুড়ি বলাটা গালাগাল, আর কয়েক বছর পর নায়িকা থাকবো না, এটাই সবচেয়ে বড় ভয়! অকপট সোহিনী

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। বাংলা বিনোদন জগতের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী তিনি। একের পর এক দুর্দান্ত কাজ, সিনেমা থেকে ওয়েব সিরিজ সোহিনীকে নানান রূপে দেখেছেন দর্শক। আর এবার, ‘সংসারী’ সোহিনী এলেন বিশেষ আড্ডায়। কি বললেন তিনি?

প্রায় মাস ছয় হল গড়ে উঠেছে শোভন-সোহিনীর সংসার। শহর কলকাতায় দুজনের অন্দরমহল। একে অপরের হাতে হাত রেখে সংসার গুছিয়েছেন দুজনে। যে সংসারে দুজনেরই সমান দায়িত্ব। ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া, পাখিদের খাবার দেওয়া, রান্নাবান্না, কিংবা ঘর গোছানো। শোভন-সোহিনীর সংসারে আদর ভরপুর।

তবে সোহিনী বললেন তিনি তো অভিনেত্রী মানুষ, নিয়মের মধ্যে থাকতেই হয়। কিন্তু শোভন যেন একেবারেই বিপরীত। তাঁর সকালে উঠেই ভারী খাবার চাই। যদিও সোহিনীর পাল্লায় পড়ে ছয় মাসে অনেকটাই বদলে গিয়েছেন শোভন। তবে সংসারে ছড়ি ঘোরান সোহিনী। বললেন কাউকে তো শক্ত হতেই হবে।

অভিনেত্রীর কথায় উঠে এলো অভিনয় সংক্রান্ত কথা। তিনি বললেন আমাদের সমাজ আমাদের অদ্ভুত একটা খেলায় মাতিয়ে রাখে। মেয়েদের বয়স দিয়ে বিচার করা হয়। যেন মেয়েদের উদ্দেশ্যে বুড়ি বলাটা একটা গালাগাল। আমাদের মনের মধ্যে ভয় থাকে বয়স হয়ে গেলে আর নায়িকা থাকতে পারবো না। তখন সাইড রোল করতে হবে।

এছাড়াও একজন শিল্পীর কাছে রিজেকশনটা ভীষণ ভয়ংকর। তিনি বললেন, আজ পর্যন্ত এমন কোন শিল্পী আমি দেখিনি যিনি রিজেকশনকে ভয় পাননি। একজন শিল্পী আজকে আছেন, আবার কয়েক বছর পর নাও থাকতে পারেন। মানুষই আমাদের কাছে টেনে নেয়, আবার মানুষই আমাদের দূরে ঠেলে দেয়। অভিনেত্রীর কথায় ফুটে উঠল বাস্তব চিত্র।

Piya Chanda