জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুষ্পর কাছে সমস্ত সত্যি স্বীকার করল আঁখি ও ঝিলিক! ক্ষমা চেয়ে ঝিলিককে বাড়ি ফিরিয়ে আনছে গৌরব!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক (Dui Shalik)। জলসার পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে যমজ বোনের গল্প। দুই অভিনেত্রী এখানে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন। আঁখি ও ঝিলিক যেন একে অপরের ছায়া। একজনের বিপদ হলে অন্যজন নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়তে পারে।

দুই শালিক আজকের পর্ব ১১ ফেব্রুয়ারি (Dui Shalik Today Episode 11 February)

স্টার জলসার দুই শালিক ধারাবাহিকে দেখা যায়, আঁখিকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল প্রিয় রঞ্জন। কিন্তু আঁখি সেই বিয়েতে রাজি ছিল না। তাই আঁখির হয়ে কনে সেজে উপস্থিত হয় তারই যমজ বোন ঝিলিক। কিন্তু শেষ পর্যন্ত প্রিয়রঞ্জন -এর পাত্র নয়। বরং ছাতা বাড়ির ছেলে গৌরব ঝিলিককে বিয়ে করে।

Tollywood, Bengali serial, Dui Shalik, Titikha Das, Nandini Dutta, Sayan Basu, Arkaprovo, entertainment, বিনোদন, টলিউড, বাংলা ধারাবাহিক, দুই শালিক, তিতিক্ষা দাস, নন্দিনী দত্ত, সায়ন বসু, অর্কপ্রভ

অন্যদিকে, আঁখিকে বিয়ে করে দেবা। দুই দিকে চার জন বিপদ কাটিয়ে সুখে-শান্তিতেই ছিল। কিন্তু এবার সময় হয়েছে সমস্ত সত্যি স্বীকার করার। দুই যমজ বোন এবার পুষ্প মাসির কাছে সমস্ত সত্যি স্বীকার করে নিল। আর তারপরেই প্রচন্ড রেগে গেল পুষ্প মাসি।

দেবার পুষ্প মাসি গোটা ঘটনার জন্য আঁখিকে দায়ী করে। তিনি মনে করতে থাকেন আঁখির জন্যই গৌরবকে বিয়ে করেছে ঝিলিক। গৌরব ওদের একপ্রকার শত্রু। কারণ ছাতা বাড়ির প্রিয় রঞ্জন ঝিলিকদের বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছিল। তাই গৌরবের বিরুদ্ধে সুর তোলেন পুষ্প মাসি। কিন্তু ঝিলিক বলে, ছাতা বাড়ির অন্যরা তাকে অনেক ভালো রেখেছে।

আঁখিকে বারবার অপমান করা হচ্ছে বলে রেগে যায় দেবা। এমনকি ঝিলিকও প্রচন্ড রেগে যায়। আঁখি মনে মনে ভাবতে থাকে, যদি তার জন্য ঝিলিকের কোন ক্ষতি হয়ে থাকে তাহলে যেমন করে হোক না কেন ঝিলিকের জন্য কিছু আঁখি করবেই, যাতে ঝিলিক ভালো থাকে। পুষ্প মাসির কাছে ঝিলিক বলে, কোনভাবেই ঝিলিক আর আঁখিকে আলাদা রাখা যাবে না।

Piya Chanda