স্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ ধারাবাহিক থেকে একসঙ্গে অভিনয় করেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুদলি (Shymopti Mudli)। এই ধারাবাহিকের মাধ্যমে অনস্ক্রিন, অফস্ক্রিন দু’ক্ষেত্রেই জনপ্রিয় হয়ে ওঠেন রণজয়-শ্যামৌপ্তির জুটি। আর সেই সময় থেকে তাঁদের প্রেমের খবরও শোনা যায়।
যদিও প্রেমের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তাঁরা। প্রেমের কথা স্বীকার করেননি কেউই। যদিও পুজোয় একসঙ্গে সময় কাটালেন জুটি। তা সত্ত্বেও একে অপরের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি দু’জনের কেউ। যদিও আলাদা ভাবে পোস্ট হওয়া জুটির ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন করেছেন অনুরাগীরা।

দিদি নম্বর ওয়ানে এসে লাজুক মুখে প্রেমের আভাস দিয়েছিলেন ‘অমর সঙ্গীর’ শ্রী। তবুও কথা হচ্ছিল, তবে কি নিজেদের সম্পর্কের কথা সকলের থেকে লুকিয়ে রাখতে চাইছিলেন দুজনে? তাই কি এত আড়াল? যদিও প্রায় অনেক জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে রণজয়-শ্যামৌপ্তিকে। আর সেখান থেকে প্রেমের গুঞ্জন গাঢ় হচ্ছে।
কিছুদিন আগেই সোহিনী-রণজয়ের প্রাক্তন প্রেম নিয়ে নানা বিতর্ক শুরু হয়। রণজয়ের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সোহিনী সরকার। বর্তমানে তিনি শোভন গাঙ্গুলীর স্ত্রী। জানা যায়, তাঁরা একে অপরের বিরুদ্ধে আইনজীবীর পরামর্শ নিয়েছেন। এরই মাঝে হয়তো নতুন করে সম্পর্কের সমীকরণ তৈরি হয়েছে রণজয়-শ্যামৌপ্তির।
আরও পড়ুনঃ সাহেবের হাত ধরে সুস্মিতার ইচ্ছে পূরণ! নায়কের সঙ্গে বিশেষ যাত্রায় অভিনেত্রী
‘গুড্ডি’ ধারাবাহিক শেষ হওয়ার পরেও যোগাযোগ রেখেছেন দুজনে। চুটিয়ে প্রেম করছেন রণজয় ও শ্যামৌপ্তি। সম্প্রতি দেখা গেল দুজনকে গানের তালে পায়ে আঙ্গুর পিষতে। যেহেতু প্রায় সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের, তাই আরও গাঢ় হয়েছে প্রেমের জল্পনা। তাহলে কি একে অপরের কাছাকাছি এসেছে রণজয়-শ্যামৌপ্তি? ঘনীভূত হচ্ছে রহস্য।