বর্তমানে টেলিভিশন পর্দার ধারাবাহিকগুলি প্রতি ঘরে ঘরে অভ্যাসের মতো হয়েছে। প্রত্যেকটি মেগা সিরিয়ালের আলাদা আলাদা গল্প আর সেই সকল গল্পের সঙ্গে ক্রমে একাত্ম হয়ে গিয়েছেন দর্শক। জগদ্ধাত্রী (Jagaddhatri), নিম ফুলের মধু (Neem Phooler Madhu), ফুলকি (Phulki), পরিণীতা (Parineeta)-সহ জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকগুলি দর্শকদের মনোরঞ্জন করে চলেছে প্রতিনিয়ত। তবে এবার বিশেষ একটি কারণে ক্ষুব্ধ দর্শক।
টেলিভিশন পর্দার ধারাবাহিকগুলি, কলাকুশলীরা যেমন দর্শকদের মনোরঞ্জন করছেন তবে তাঁদের সম্মান দেওয়ার জন্য চ্যানেলের তরফে আয়োজন করা হয় অ্যাওয়ার্ড শোয়ের। জি বাংলায় ‘সোনার সংসার সম্মান’ তেমনি একটি পপুলার অ্যাওয়ার্ড শো। তবে এবার এই অ্যাওয়ার্ড শো নিয়ে গুরুতর অভিযোগ উঠল।
শনিবার আয়োজিত হয়েছে সোনার সংসার সম্মান। যেখানে অধিকাংশ পুরস্কার গিয়েছে জগদ্ধাত্রী ও নিম ফুলের মধু ধারাবাহিকের ঝুলিতে। এ কথা সত্য যে জি বাংলার হিট ধারাবাহিকগুলির মধ্যে এগুলি অন্যতম। তবে জগদ্ধাত্রী, পর্ণার আলোকে যেন উপেক্ষিত হল ফুলকি। টিআরপি তালিকায় দুর্দান্ত স্কোর করে এগিয়ে থাকা এই ধারাবাহিকের ঝুলিতে পুরস্কার কোথায়?
অভিনেত্রী দিব্যানি সেরা বৌমার সম্মান পেয়েছেন। ধারাবাহিকের অভিনেতা রোহিত পেয়েছেন সেরা বরের সম্মান। কিন্তু সেরা ধারাবাহিক, সেরা জুটি কিংবা সেরা নায়িকার মত জরুরী ক্যাটেগরিতে ফুলকিকে কোন পুরস্কার দেওয়া হয়নি। আর তাই নিয়ে চূড়ান্ত আক্ষেপ ফুলকি প্রেমীদের। অন্যদিকে, তিনবার পরপর সেরা নায়িকার সম্মান পেয়েছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক।
আরও পড়ুনঃ ষড়যন্ত্রের শিকার লাবু ও মাস্টারমশাই! সজল খু’নে লাবু্র পর এবার পুলিশের জালে মাস্টার, কী করবে ফুলকি ?
তবে শুধুমাত্র ফুলকি নয়, একপেশে বিচার হয়েছে জি বাংলার অন্যান্য ধারাবাহিকের ক্ষেত্রেও। যেমন মিঠিঝোরা। অভিনেত্রী আরাত্রিকা মাইতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, এখানে তিনি লিখেছেন ‘পরিশ্রমের দাম নেই, টিআরপি সব’। আরাত্রিকা পেয়েছেন সেরা মেয়ের সম্মান। কিন্তু কোন পপুলার ক্যাটেগরির পুরস্কার পায়নি মিঠিঝোরা। আর তাই নিয়েই কি ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী? সোনার সংসার নিয়ে সন্তুষ্ট নন দর্শকরাও।