জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘দুই শালিক’ আগুন ঝরানো পর্ব! প্রিয়রঞ্জনের কুকীর্তি মোবাইলে রেকর্ড করে নিল ঝিলিক

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক (Dui Shalik)। জলসা পর্দার এই ধারাবাহিকে বর্তমানে আগুন ঝরানো পর্ব চলছে। যমজ বোনের কীর্তি ঘোল খাওয়াচ্ছে দর্শকদের। ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ হয়েছিল কদিন আগে। যেখানে দেখা যায়, আঁখি কে গুলি করে প্রিয়রঞ্জনের সঙ্গে হাত মেলাচ্ছে ঝিলিক।

দুই শালিক আজকের পর্ব ১৭ ডিসেম্বর | Dui Shalik Today Episode 17th December

দুই শালিক ধারাবাহিকটির প্রথম থেকে দেখা যায় দুই যমজ বোন আঁখি ও ঝিলিক যেন একে অপরের পরিপূরক। আঁখির বিপদের সব সময় ঝাঁপিয়ে পড়ে ঝিলিক। আবার আঁখিও সব সময় ঝিলিকের পক্ষে। কিন্তু এবার যে ঘটনা ঘটছে, সেখানে যেন দুই বোনের তালটা কোথাও কেটে গেল।

Tollywood,serial,Phulki, Bengali serial entertainment, Zee Bangla, বিনোদন, টলিউড, বাংলা ধারাবাহিক, সিরিয়াল, জি বাংলা, ফুলকি

ধারাবাহিকের পর্বে দেখা যায়, প্রিয়রঞ্জনের সঙ্গে হাত মিলিয়ে বিজনেসের ভাগ চাইছে ঝিলিক। তবে এমনি এমনি নয়। আঁখিকে গুলি করে তার বিনিময়ে নিজের লাভ দেখছে ঝিলিক। জলসা পর্দার এই ধারাবাহিকের এমন আশ্চর্য বদল দেখে অবাক দর্শক। আঁখিকে গুলি করার পর সরাসরি প্রিয়রঞ্জনের থেকে নিজের ভাগ চায় ঝিলিক।

তারপর বলে, আঁখির বডি নিয়ে তিনি যা খুশি করুক তাই নিয়ে মাথা ঘামাবে না ঝিলিক। কিন্তু ঝিলিক যা করেছে তার বিনিময়ে লভ্যাংশ তার চাই। অন্যদিকে, ঝিলিকের বিষয়ে খারাপ কথা বলায় প্রচন্ড রেগে যায় দেবা। ঝিলিক আর আঁখি কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জন্য প্রচন্ড চিন্তায় পড়ে যায় দেবা।

ছাতা বাড়িতে প্রিয়রঞ্জনের সঙ্গে পা রাখে আঁখি ওরফে ঝিলিক। সবাই ঝিলিককে দেখে অবাক হয়ে যায়। কারন ঝিলিক অদ্ভুত ধরনের পোশাক পড়েছিল। কিন্তু ঝিলিকের থেকে এর কারণ জানতে চাইলে, ঝিলিক তখন বলে গৌরব তাঁকে রাস্তায় ফেলেই চলে এসেছিল। সেখানে এক জায়গায় বস্ত্র বিতরণ হচ্ছিল, আর সেখান থেকে পোশাক নিয়ে পড়েছে সে। এরপর প্রিয়রঞ্জন ঝিলিকের সঙ্গে একটা ছবি তুলতে চায়, আর তাই দেখে অবাক হয়ে যায় সবাই।

Piya Chanda