জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের দুঃবাদ! দীর্ঘদিন চলার পর অবশেষে শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া!’ অন্তিম কাহিনীতে থাকছে বিরাট টুইস্ট, কবে শেষ সম্প্রচার?

বাংলা টেলি জগতে ফের বিষাদের সুর! শেষ হতে চলেছে দীর্ঘতম জনপ্রিয় ধারাবাহিক! আগামী আর কয়েক দিনের মধ্যে গল্পে ইতি টানতে চলেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক। 2022 সালে এই ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল দীপা এবং সূর্য।

পরবর্তীকালে, দীপা-সূর্যর মেয়েরা গল্পে এন্ট্রি নেওয়ায় আরও জমাটি হয়ে ওঠে সিরিয়াল প্রেমীদের কাছে। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এই ধারাবাহিক শুরু হলেও পরবর্তী সময়ে গল্পের প্লট একেবারেই বদলে গিয়েছিল। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় স্বস্তিকা ঘোষ এবং দিব্যজোতি দত্তকে। এছাড়াও পার্শ্বচরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রুপাঞ্জনা মিত্র সাগ্নিক চ্যাটার্জি এবং অর্জুন চক্রবর্তী কে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। দীপা-সূর্যর দুই মেয়ে অর্থাৎ সোনা রুপা বড়ো হয়ে গিয়েছে। অনেক ওঠা-পড়ার পরে পুরো পরিবার এক হলেও জীবনে সমস্যার শেষ নেই। এক কথায় বলে যেতে পারে, কিছুটা হলেও এই ধারাবাহিকের গল্প এক ঘেয়েমি হয়ে গেছে দর্শকদের কাছে।

বর্তমানে চ্যানেল এই ধারাবাহিকের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ১০০০ এপিসোডেই বন্ধ হবে এই সিরিয়াল। চ্যানেল ও প্রোডাকশন হাউস একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল জেনারেশন লিড আনবে কিন্তু টিআরপি কমে যাওয়ায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

চ্যানেলের কথায়, ৬.৫ টিআরপি থাকলেও অনুরাগের ছোঁয়া লিড নিয়ে চলত কিন্তু এই টিআরপি পাওয়ার আর সম্ভাবনা নেই বলে চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন লিড আনলে নতুন জেনারেশনের গল্প ফ্লপ হতে পারে এমনকি টি আর পি আরও কমে যেতে পারে। তাই এই ধারাবাহিক নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না চ্যানেল কর্তৃপক্ষ। অবশেষে অনেক দর্শকদের মনে একটাই প্রশ্ন, এই ধারাবাহিকে পরিবর্তে আগামী দিনে নতুন কোন সিরিয়াল শুরু হতে চলেছে?

Piya Chanda