জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব দুর্দান্ত মোড় ঘোরানো চমক আনছে। বুদ্ধিমতী ফুলকি রুদ্রর প্রত্যেকটি প্ল্যান বানচাল করেছে এর আগেও। আর এবার সজলকে খুন করায় যখন লাবণ্য ও মাস্টার মশাইকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই সময় ফুলকির হাতে এলো অকাট্য প্রমাণ।
ফুলকি আজকের পর্ব ১৮ ফেব্রুয়ারি এপিসোড | Phulki Today Episode 18th February
জি বাংলার ফুলকি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় রুদ্রকে হাতেনাতে ধরতে চলেছে ফুলকি। এই ধারাবাহিকের প্রথম থেকেই রুদ্রর সঙ্গে ফুলকির দ্বৈরথ নজরে পড়েছে দর্শকদের। রুদ্র বারংবার চেষ্টা করেছে ফুলকিকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আসলেই সমস্ত ষড়যন্ত্রের মূলে জল ঢেলেছে ধারাবাহিকের নায়িকা।

ইতিমধ্যে দেখা যাচ্ছে সজল খুনে তোলপাড় চলছে ধারাবাহিকে। রুদ্রর দলের লোক সজলকে খুন করার দায় এসে চেপেছে লাবণ্য ও মাস্টারমশাই-এর উপর। পুলিশ গ্রেপ্তার করেছে তাঁদের। আসলে এই গোটা ষড়যন্ত্র প্ল্যান করেছে রুদ্র। আর রুদ্রর পাতা ফাঁদে পা দিয়েছে লাবণ্য। এই ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায়, লাবণ্য ও মাস্টারমশাইকে পুলিশ গ্রেপ্তার করতে এলে সেখানে চলে আসে ফুলকি।
রুদ্র সবার সামনে বলে, মাস্টারমশাই নোংরা রাজনীতি করে। নিজে কম ভোট পেয়েছে বলে তাঁর দলের ছেলে সজলকে মারার প্ল্যান করেছে। কিন্তু সাংবাদিকদের সামনে উঁচু গলায় ফুলকি বলে, তাঁর দিদিভাই আর জেঠুমনি যে নির্দোষ সেটা সে প্রমাণ করে দেবেই। তারপর ধানুর কাছ থেকে সবটা জানতে চায়। ঝিনুক তখন বলে লাবু রুদ্রর পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে নিজের অজান্তে।
আরও পড়ুনঃ ফের দুঃবাদ! দীর্ঘদিন চলার পর অবশেষে শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া!’ অন্তিম কাহিনীতে থাকছে বিরাট টুইস্ট, কবে শেষ সম্প্রচার?
বারান্দার নিচে থাকা গাছটার কাছেই একটা লম্বা পায়ের ছাপ খুঁজে পায় ফুলকি। ফুলকির সন্দেহ হয় এই পায়ের ছাপ হয়তো রুদ্ররই হবে। তাই সে তড়িঘড়ি রুদ্রর ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে বুদ্ধি করে রুদ্রর পায়ের ছাপ জোগাড় করে। আর সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার হয়ে যায়। রোহিত বলে, রুদ্রকে সে ছেড়ে দেবে না। ফুলকি এবার প্রমাণ করবে আসল কালপ্রেট হল রুদ্রই।