কথায় আছে, ‘শিশুরা হয় ফুলের মত পবিত্র’ অর্থাৎ শিশুরা কোনো জাত-ধর্ম-বর্ণ কিছুই বিচার করার ক্ষমতা রাখে না। কার কোলে যাচ্ছে বা কার সঙ্গে খেলছে কিছুই বোঝে না। শিশুরা কোন কিছু না বুঝলেও আর যাই হোক তাঁরা মাতৃত্বের টান অনুভব করতে পারে। যার মধ্যে স্নেহ থাকে তাঁদের প্রতিই ঝোঁক হয় বেশী।
বর্তমানে এরকমই এক অচেনা শিশুকে কোলে তুলে নিল টলি অভিনেত্রী। সেই নায়িকার কোলে নেই কোনো কান্না, নেই কোনো মায়ের দিকে ঘুরে তাকানো। শিশুটি যে অভিনেত্রীর কোলে ছিলেন তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলী। অভিনেত্রী নিজেও দুই সন্তানের মা, তাই তাঁর মধ্যেও রয়েছে ভরপুর মাতৃত্বের অনুভূতি।
অভিনেত্রীর গন্তব্য ছিল মালদা। আর মালদা যাওয়ার জন্যই বহু বছর পর ট্রেনে সফর করলেন। জেলা পুলিশের আয়োজনে ম্যারাথনে যোগ দিতে যাচ্ছিলেন অভিনেত্রী। গৌর এক্সপ্রেস করে হাওড়া থেকে রওনা দিলেন মালদা যাওয়ার জন্য। আর এখানেই আচমকা সাক্ষাত হল সেই কোলের শিশুটির সঙ্গে।
আরও পড়ুনঃ বিচ্ছেদের পর কুম্ভে মুখোমুখি পারুল-রায়ান! ‘পরিণীতা’তে দারুণ নাটকীয় পর্ব
এই মুহূর্তে, অভিনেত্রীর সঙ্গে শিশুটির আলাপচারিতার ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট পাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সহযাত্রীর খুদে শিশুকে নিয়ে আদর করছেন শুভশ্রী। আর সেই বাচ্চাটি অবলীলায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শুভশ্রী প্রথমে সেই বাচ্চাটিকে শিশুকন্যা ভেবে ভুল করলেও, তাঁর মা অভিনেত্রীকে বলেন ও ছেলে। এই সময় শুভশ্রীকে বলতে শোনা যায়, “ও ইউ আর অ্যা বয়, আই থিঙ্ক ইউ গার্ল…”। এই ভিডিওটি দেখে অভিনেত্রীর অনেক অনুরাগীরাই ভালোবাসায় মোরা মন্তব্য করেছেন। প্রসঙ্গত বলা যায় অভিনেত্রী শিশুদের প্রতি বরাবরই আলাদা টান রয়েছে, যা এই ভিডিওতেও ফুটে উঠেছে।