জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাড়িতে ঢুকে জনপ্রিয় বাঙালি অভিনেতার পরিবারকে গুলি! সইফ কান্ডের ছোঁয়া এবার এখানেও!

ফের দুর্ঘটনা! একটুর জন্য প্রাণে বাঁচলো! ভয়ানক বিপদের সম্মুখীন হলেন বাংলার জনপ্রিয় অভিনেতা। এ যেনো সইফ কাণ্ডের হুবহু নকল। অভিনেতার বাড়িতে মাঝরাতে দুষ্কৃতীদের হানা মনে করিয়ে দিল বি-টাউনের পাতৌদি পরিবারের ঘটনা। বাংলার এই সুনামধন্য অভিনেতা দুষ্কৃতীদের হাত থেকে পরিবারকে বাঁচাতে গিয়ে গভীরভাবে আহত হয়েছেন।

অভিনেতার বাড়িতে ঘটে যাওয়া আসল ঘটনাটি হল, গত রবিবার ভোর রাতে একদল দুষ্কৃতী ডাকাতি করার জন্য হানা দেয় অভিনেতার বাড়িতে। এই সময় নিজের পরিবারকে বাঁচানোর জন্য একাধিক কোপের শিকার হয় অভিনেতা। এমনকি হামলাকারীর গুলিতে আহত হয় অভিনেতার মা এবং স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বাড়ির রান্না ঘরের জানলা কেটে বাড়িতে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। সবকিছু জানাজানি হওয়ার পরেই হামলাকারীরা তিন রাউন্ড গুলি চালায়। অভিনেতার মায়ের পায়ে এবং স্ত্রীয়ের মাথায় আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

অবশেষে এই ঘটনার আঁচ চারিদিকে ছড়িয়ে পড়ায় প্রতিবেশীরা এসে উদ্ধার করে অভিনেতা এবং তার পরিবারকে। বর্তমানে, বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বলাই বাহুল্য, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার নাম আজিজুর রহমান আজাদ। ডাকাতি নাকি অন্য কোন উদ্দেশ্যে হামলা হয়েছিল অভিনেতার বাড়িতে তা এখন খতিয়ে দেখছে তদন্তকারীরা।

azizur rahman azad

Piya Chanda