জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিতর্কের ঝড় টলিউডে! ‘অটিস্টিক’ মন্তব্যে ফেঁসেছেন সুদীপ্তা, ক্ষমা চেয়েও থামছে না সমালোচনা!

টলিউড (Tollywood) হোক বা বলিউড বা অন্য কোন বিনোদন মহল— বিতর্ক যেন তারকাদের নিত্যসঙ্গী। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও রাজনৈতিক অবস্থান, কখনও বা কেবলমাত্র মজার ছলে বলা একটি শব্দই হয়ে যায় চর্চার বিষয়। সাম্প্রতিক সময়ে একের পর এক তারকা কোনও না কোনও মন্তব্যের কারণে ট্রোলড হচ্ছেন। কখনও তাঁদের বুদ্ধি-বিবেচনা নিয়ে প্রশ্ন ওঠে, কখনও তাঁদের চরিত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলে সমাজমাধ্যমে। ফলে প্রশ্ন উঠে, তারকারা কি সবসময় মেপে কথা বলবেন? নাকি তাঁদেরও সাধারণ মানুষের মতো ভুল করার অধিকার আছে?

সম্প্রতি এক জনপ্রিয় অভিনেত্রী এক মন্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এর আগে বলিউডে কঙ্গনা রনৌত থেকে যশ-নুসরতের ছবির নাম পরিবর্তন পর্যন্ত বিভিন্ন ঘটনা এই বিতর্ককে আরও উসকে দিয়েছে। কখনও ‘মেন্টাল’ শব্দ নিয়ে আপত্তি, কখনও কোনও বিশেষ শব্দের ব্যবহারে বিতর্ক— সব মিলিয়ে সেলিব্রিটিদের মন্তব্য যেন এখন বিচারাধীন হয়ে দাঁড়িয়েছে। যে কোনও শব্দই হতে পারে ক্যারিয়ার ধ্বংসের কারণ, এমনটাই মনে করছেন বিনোদন মহলের অনেকে।

image 4

সম্প্রতি এই বিতর্কে নাম জড়িয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী সুদীপ্তার। একটি শুটিং সেটে কথোপকথনের মধ্যে দিয়ে ‘অটিস্টিক’ শব্দের উচ্চারণ করতেই সমাজমাধ্যমে শুরু হয় প্রবল বিতর্ক। অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা একটি মগজমারির খেলা খেলছিলেন, যেখানে একজনকে বিজয়ী ঘোষণা করতে গিয়েই কথাটি বলা হয়। কিন্তু এই ছোট্ট বাক্যই বিদ্যুত্গতির মতো ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, অভিনেত্রী সংবেদনশীলতার অভাব দেখিয়েছেন এবং ‘অটিস্টিক’ শব্দটি নিয়ে কটাক্ষ করেছেন।

তবে অভিনেত্রীর দাবি, তিনি কোনওভাবেই কাউকে আঘাত করতে চাননি। বরং তিনি নিজেও জানেন, অটিজম আক্রান্ত ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের কতটা কষ্ট হয়। তাই এই বিষয় নিয়ে ব্যঙ্গ বা রসিকতা করার প্রশ্নই ওঠে না। তিনি স্পষ্ট করে বলেছেন, কথাটি অজান্তে এবং অনিচ্ছাকৃত ভাবে উচ্চারিত হয়েছে। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। জানান, যদি তাঁর কথা কাউকে কষ্ট দিয়ে থাকে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আরও সংযত হয়ে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এই ঘটনায় বিনোদন মহলে ফের প্রশ্ন উঠেছে— সমাজমাধ্যমে কি তারকাদের বিচার করা হচ্ছে অতিরিক্ত কড়া নজরে? এক মুহূর্তের ভুল উচ্চারণ বা নিছক কথার খেলাও এখন তাঁদের বিরুদ্ধে জনরোষের কারণ হয়ে দাঁড়াচ্ছে? নাকি তারকাদের আরও বেশি সচেতন হওয়া উচিত? সুদীপ্তার বিতর্কিত মন্তব্য ঘিরে এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে টলিউডে।

Piya Chanda

                 

You cannot copy content of this page