বাংলার বিনোদন জগতে আবারও মুক্তি পেতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) কিন্তু বড়ো পর্দায় নয়, আসছে ছোটো পর্দায়। জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালের প্রমো মুক্তি পেয়েছে মাস খানেক আগে। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথম জুটি বাধঁতে চলেছে অভিনেতা জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়।
অসমবয়সী প্রেমের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক। প্রসঙ্গত বলা যায়, দিতিপ্রিয়াকে শেষ টেলিভিশনের পর্দায় দেখা গেছিল ‘রাণী রাসমণি’ ও জিতুকে দেখা গেছিল ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে। প্রধানত, এই দুই তারকাকে এখন বড় পর্দা কিংবা ওটিটিতেই অভিনয় করতে দেখা যায়।
জিতু ও দিতিপ্রিয়া অভিনীত এই ধারাবাহিক শুরু হওয়ার দিন জানার জন্য অপেক্ষা করছিলেন বহু দর্শক। অবশেষে, অবসান ঘটলো বহু সিরিয়াল প্রেমীর। জি বাংলা প্রকাশ করে দিল তাঁদের পরবর্তী আসন্ন ধারাবাহিকের সময় এবং তারিখ।
আরও পড়ুনঃ শেষ হলো দিতি-কাব্যের পথ চলা! বন্ধ হচ্ছে মালাবদল, ভাগ্যকে দুষে এ কি বললেন অভিনেত্রী?
সন্ধ্যের প্রাইম টাইমে জায়গা করে নিল ‘চিরদিনই তুমি যে আমার’। আগামী ১০ই মার্চ থেকে সন্ধ্যে ৬:৩০ থেকে সম্প্রচার হবে এই সিরিয়াল। এই খবরটা শোনা মাত্রই অনেকের মনে প্রশ্ন তবে কি শেষ হয়ে যাচ্ছে ‘আনন্দী’? নাকি তাকে পরিবর্তন করা হবে অন্য কোনও স্লটে এখনও তা জানা যায়নি।