সাম্প্রতিককালে জি বাংলা (Zee Bangla) খুললেই দেখা মেলে একাধিক নতুন ধারাবাহিকের প্রোমো (Promo)। যা দেখে সিরিয়াল প্রেমীদের আশঙ্কা জাগে তাদের প্রিয় সিরিয়ালগুলি যেন হারিয়ে না যায়। এমনই আশঙ্কা সত্যি করে এবার ইতি টানলো মালাবদল (Malabodol) ধারাবাহিক।
কিছুদিন আগেও এমনই গুঞ্জন শোনা গিয়েছিল তখন অবশ্য অভিনেত্রী নিজেই তা নাকচ করে দিয়েছিলেন কিন্তু এবার অভিনেত্রী ঋতু ওরফে দিতি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে দ্বিতীয় কাব্যের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে নিচে লেখেন ‘ একসাথে অনেকটা পথ চলা, মান অভিমান, ঝগড়াঝাঁটি, অধিকার, ভালোবাসা সব একাকার আজ, দিতি ও কাব্যের পথ চলা হল শেষ।’
পোস্টটির সর্বশেষ লাইনে ঋতু সিরিয়ালের ট্যাগ লাইন উল্লেখ করে লেখেন ‘ঘটকদিদি দিতি আর ডিভোর্স লইয়ার কাব্য দুজনের মধ্যে মালাবদল এই কি ওদের ভাগ্য!!!’ পোস্টটি করার পর থেকেই একাধিক নেটিজেন এবং এই সিরিয়াল প্রেমীরা দুঃখ প্রকাশ করেছে ও ভবিষ্যতের জন্য তাদের অনেক শুভকামনা জানিয়েছেন।
আরও পড়ুনঃ জন্মদিনে ব্রজভূমিতে সৌমিতৃষা! বিশেষ কাজে সাজলেন গোপালের জন্য
প্রসঙ্গত জি বাংলার পর্দায় মালাবদল ধারাবাহিকটি ছিল চেনা ছন্দের বাইরে কিছুটা ভিন্ন স্বাদের মানুষও তাই তাকে গ্রহণ করেছিল তবে টিআরপি তালিকার শীর্ষে কখনোই যেতে পারেনি। ইতিমধ্যেই নাকি হয়ে গিয়েছে সিরিয়ালের শেষ পর্বে শুটিং। খুব তাড়াতাড়ি হয়তো তা সম্প্রচারিত হবে।