গোপাল ভার, কোনে বউ থেকে হাতে খড়ি তারপর ‘মিঠাই’ (Mithai) সিরিয়াল থেকে জনপ্রিয়তার শিখায় পৌঁছানো সেই ‘সৌমিতৃষা কুন্ডু’র (Soumitrisha Kundu) কাল ছিল জন্মদিন(Birthday)। অভিনেতা ‘দেবে’র (Dev) অভিনেত্রী হিসেবেও দেখা গিয়েছে তাকে বড় পর্দায় ২০২৩ সালে ‘প্রধান’ (Pradhan) সিনেমায়। সাম্প্রতি কালরাত্রি(Kalratri) ওয়েব সিরিজে দেবী(Devi) চরিত্রে সৌমিতৃষার অভিনয় বেশ নজর কেড়েছে দর্শকের। বলাই বাহুল্য এত কিছুর পরেও সৌমিতৃষা আজও বাঙালির কাছে ‘মিঠাই’ নামেই খ্যাত।
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই তে সৌমিতৃষা অভিনয় করেছিলেন এক মিষ্টি প্রাণ উচ্ছল ময়রার ভূমিকায়। যে মূলত সাইকেলে করে মনোহরা (Monohora) বিক্রি করতো সঙ্গী তার ‘ছোট্ট গোপাল’ (Gopal)। মিঠাই সিরিয়ালে মিঠাইয়ের গোপাল ভক্তি ও কৃষ্ণ প্রেম সকল বাঙালিকেই ছুয়ে ছিল তার গলায় ‘দয়াল গোপাল আমার’ গানটি আজও দর্শকের প্রিয়। তবে জানেন কি অন স্ক্রিনের মত অফ স্ক্রিনেও সমানভাবেই সৌমিতৃষা, কৃষ্ণ প্রেমে আসক্ত।

বাড়িতে তিনি নিত্য করে থাকেন গোপাল সেবা। প্রতিটি ভাল লাগা ও খারাপ লাগার মুহূর্ত তিনি উদযাপন করেন গোপালের সাথে। এই বছর তার জন্মদিনে তিনি উদযাপনের মাধ্যমকে বেছে নিয়েছেন গোপাল সেবার মধ্যে থেকেই। সপরিবারে তাই পাড়ি দিয়েছেন ব্রজভূমিতে। সেখানেই তিনি কেক কেটে এবং পুজো দিয়ে উদযাপন করেছেন এই বিশেষ দিনটি।
সমাজমাধ্যমে সেই মুহূর্তগুলি নিজেই ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রামে এইসব ছবি পোস্ট হতেই অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন সৌমিতৃষার মধ্যে মিঠাই আজও সমান ভাবে রয়েছে। একটি বড় সংবাদমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষাকে শাড়ি এবং সুন্দর বেশে বলতে শোনা যাচ্ছে জন্মদিনের ‘এই সাজ আমার নিজের জন্য নয়। বরং আমার গোপালের জন্য’ এবং ব্যাকগ্রাউন্ড বাজছে মিঠাইয়ের সেই গান।
আরও পড়ুনঃ “হ্যাপি বার্থ ডে পার্টনার!” অন স্ক্রিন মায়ের জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা পাঠালো ধৃতিষ্মান! আবেগে ভাসলো নেটপাড়া
সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে সৌমিতৃষাকে বলতে শোনা গিয়েছে ‘বৃন্দাবনে একটি বাড়ি কিনতে চাই। জন্মদিনে এই আমার বিশেষ প্রার্থনা’। গতকাল অর্থাৎ সোমবার তিনি পা দিয়েছেন ২৩ বছরে। জানিয়েছেন ব্রজভূমি থেকে ফিরে এসে বন্ধুদের সাথে উদযাপন করবেন দিনটি।