জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“হ্যাপি বার্থ ডে পার্টনার!” অন স্ক্রিন মায়ের জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা পাঠালো ধৃতিষ্মান! আবেগে ভাসলো নেটপাড়া

গতকাল ছিল ২৪শে ফেব্রুয়ারি, এই সকলের প্রিয় মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) জন্মদিন। রাত ১২টা বাজতেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তা আসার শুরু হয়েছে অভিনেত্রীর কাছে। জন্মদিনের কয়েকদিন আগে থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়ে যায় এই বিশেষ দিনটা নিয়ে পালন পর্ব।

অভিনেত্রীর পরিবারের সঙ্গে অনুরাগীরা তো বটেই এমনকি, তাঁর সহকর্মীরাও তাঁকে শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেন না। আর সৌমিতৃষার জন্মদিনকে কেন্দ্র করেই বিশেষ শুভেচ্ছা বার্তা জানালেন তাঁর অন স্ক্রিন একমাত্র ছেলে।

অভিনেত্রীর অন স্ক্রিন ছেলে শাক্য অর্থাৎ ধৃতিষ্মান হ্যাপি বার্থডে গান গেয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে শুভেচ্ছা বার্তা পাঠালেন তাঁকে। এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে ধৃতিষ্মান বলল, “হ্যাপি বার্থ ডে পার্টনার”। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর জন্মদিনের কিছু ফটো আপলোড করেছেন। কেক কাটা থেকে শুরু করে বৃন্দাবন ধাম ভ্রমণ সবটাই মনের মতো করে পালন করেছেন তাঁর জন্মদিন।

প্রসঙ্গত বলা যায়, মিঠাই ধারাবাহিকে শাক্য এবং মিঠাই একে অপরকে পার্টনার বলে ডাকত। কিছুদিন আগে এই শিশু শিল্পী তাঁর অনস্ক্রিন বাবার উদ্দেশ্যেও একটা গান গায়। এই দেখে বোঝা যায় যে সিরিয়াল শেষ হয়ে গেলেও ধৃতিষ্মানের তাঁর অন স্ক্রিন বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভালোই রয়েছে।

Piya Chanda