জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোট্টো বয়সেই অলিম্পিয়াডে নাম উঠল অনুমেঘার, মিঠাইয়ের মিষ্টিকে নিয়ে গর্বিত বাংলা

অনুমেঘা কাহালি, নামটা অচেনা লাগলেও তাঁর মুখ টলি জগতে অত্যন্ত পরিচিত। প্রাণবন্ত এই শিশু শিল্পী বর্তমানে ঘটিয়েছে এক বিরাট কাণ্ড, যা দেখে তাজ্জব বিনোদন জগতসহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী। কিন্তু, কী এমন ঘটিয়েছে এই ছোট্টো অনুমেঘা?

অনুমেঘাকে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় জি বাংলার ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকে। এরপর মিঠাই ধারাবাহিকে মিষ্টির চরিত্রে কামাল করে এই শিশু শিল্পী। এরপর থেকেই এই শিশু শিল্পীকে ছোটো পর্দা থেকে বড়ো পর্দা সর্বত্রই বিরাজ করতে দেখা গেছে। একটা সময়ে এই ছোট্টো অভিনেত্রী ছোটো পর্দার গন্ডি পেরিয়ে পা রেখেছে বড়ো পর্দাতেও।

image 9

অনুমেঘার টেলিভিশনের কয়েকটি উল্লেখযোগ্য কাজ হল- ‘চিনি’, ‘হরগৌরীর পাইস হোটেল’, ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’, ‘নিম ফুলের মধু’, ‘মিঠাই’ আরও অনেক। ২০২৩ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’ সিনেমায় মিনির চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল অনুমেঘাকে।

এই ছোট্টো অভিনেত্রীর কাছে ছোটো পর্দা ও বড়ো পর্দা এখন অতীত, বর্তমানে অনুমেঘাকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজেও। রাজনন্দিনী অভিনীত ‘স্নিগ্ধা’ ওয়েব সিরিজে দেখা গেছে অনুমেঘাকে এমনকি, মিমির আসন্ন ‘ডাইনি’ সিরিজেও তাঁর ছোটবেলার বোনের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

অনুমেঘার অভিনয় জগতকে এক সাইডে রাখলে ব্যক্তিগত জীবনে এই শিশুশিল্পী ভীষণই মেধাবী। বর্তমানে ক্লাস থ্রি-তে পড়ে সকলের প্রিয় অনুমেঘা। বয়সে ছোট হলেও কর্মকাণ্ড তার বিরাট। এই একরত্তি বয়সে SOF আন্তর্জাতিক ইংরেজি ও সাধারণ জ্ঞানে অলিম্পিয়াডে জিতল সোনার পদক। খুব স্বাভাবিকভাবেই, আনন্দে উচ্ছ্বসিত কাহালি পরিবার।

Piya Chanda