জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অসংখ্য প্রেম, বিচ্ছেদের পর আবারও সংসারে ফিরলেন অভিনেত্রী স্বস্তিকা!

টলিউড অভিনেত্রী ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’ বরাবরই নিজের সাহসী মতামত এবং ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে থাকেন। প্রেম-বিচ্ছেদের নানা অধ্যায় পেরিয়ে তিনি সবসময় নিজেকে স্বাধীনচেতা বলে দাবি করেছেন। যে কোন‌ও আন্দোলনে নিজের মতামত প্রকাশ করে তিনি সবসময় থাকেন চর্চার কেন্দ্রবিন্দু। অভিনয়ে যে কোন চরিত্রকে ফুটিয়ে তুলতে পারে নিপুণভাবে। কিন্তু এবার তিনি শাঁখা-পলা পরে ক্যামেরার সামনে ধরা দিতেই জল্পনার ঝড় উঠেছে—তাহলে কি স্বস্তিকা গোপনে বিয়ে করেছেন?

প্রসঙ্গত, স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে কম বিতর্ক হয়নি। তাঁর প্রেম, সম্পর্কের উত্থান-পতন বারবার আলোচনায় এসেছে। কিন্তু বিয়ে প্রসঙ্গে তিনি কখনও স্পষ্ট কিছু বলেননি। তবে শোনা যায়,সম্বন্ধ করে ১৯৯৮ সালে নাকি বিয়ে হয়েছিল স্বস্তিকা এবং শিল্পী ‘প্রমিত সেনে’র। তাঁদের একটি মেয়েও আছে। কিন্তু সেই সংসারের মেয়াদ ছিল না বেশিদিন। সম্পর্কের ইতি টেনে সংসার ছেড়ে চলে আসেন স্বস্তিকা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা শাড়ি পরে স্বস্তিকা, মাথায় সিঁদুর, হাতে শাঁখা-পলা! যা সাধারণত বিবাহিত বাঙালি মহিলার পরিচয় বহন করে। ব্যস, মুহূর্তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় প্রশ্নবাণ—”তাহলে কি নিজের স্ট্যাটাস নিয়ে এতদিন মিথ্যে বলছিলেন?” কেউ কটাক্ষ করে লিখছেন, “অসংখ্য প্রেমের পরেও কি শেষমেশ সংসারী হলেন?” আবার অনেকে ভাবছেন, এটি কি শুধুই একটি ফ্যাশন স্টেটমেন্ট?

অবলা জীব থেকে শুরু করে প্রতিনিয়ত হয়ে চলার সমাজে নারী ও শিশু ওপর অত্যাচার নিয়ে প্রায়শই মুখ খুলতে দেখা যায়। এই অভিনেত্রীকে সাম্প্রতিক ঘটে যাওয়া মর্মান্তিক তিলোত্তমা ঘটনাতে প্রথম সারির আন্দোলনকারীদের মধ্যে তার নাম অন্যতম। প্রসঙ্গত এই ছবি আগেও আপলোড করেছেন তিনি তবে অন্য পোশাকে। সেখানে অবশ্য জল্পনা না উস্কে তিনি বলেছিলেন, “শুটিং বলে একটা জিনিস আমি করি।

আশা করি সবাই বুঝবেন কেন বললাম আর তাছাড়া জনপ্রিয় অভিনেত্রী ‘রাখী’ ও তো সিঁদুর পড়েন!” এবার যখন শাঁখা-পলা ও সিঁদুর পরা ছবি সামনে এল, তখন স্বাভাবিকভাবেই অনুরাগী থেকে সমালোচক—সবাই ধোঁয়াশায় পড়েছেন। এ নিয়ে স্বস্তিকা এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে অতীতে তিনি যেভাবে নিজের জীবন নিয়ে সবার কৌতূহলকে এক ধাক্কায় উড়িয়ে দিয়েছেন, এবারও কি তাই করবেন? নাকি এই বিতর্কের মাঝে নতুন কোনো সত্যি প্রকাশ্যে আসবে? উত্তরের অপেক্ষায় রয়েছেন সবাই!

Piya Chanda