জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিংয়ের সেট থেকে পরীক্ষার হল, প্রতিনিয়ত চলছে লড়াই! সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাত জেগে পড়াশোনা! মোহনার লড়াই অনুপ্রেরণাদায়ী!

বাংলা সিরিয়াল মানেই প্রতিদিনের বিনোদনের একটি বড় অংশ। সন্ধ্যা নামলেই অনেকেই টিভির সামনে বসে পড়েন প্রিয় ধারাবাহিক দেখতে। এই সিরিয়ালের মাধ্যমেই বহু অভিনেতা-অভিনেত্রী দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। এমনই এক জনপ্রিয় ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’, যেখানে ‘মধুবনীর’ চরিত্রে অভিনয় করেছে বাংলার ঘরের পরিচিত মুখ, ‘মোহনা মাইতি’ (Mohona Maiti) । এর আগে ‘গৌরী এল’ ধারাবাহিকেও অভিনয় করেছে মোহনা।

যা তাঁকে বাংলা সিরিয়ালের দর্শকদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলেছে। মোহনার অভিনয়জগতে প্রবেশ ডান্স বাংলা ডান্স মঞ্চ থেকে। প্রথমবার সুযোগ মেলে ‘গৌরী এল’ ধারাবাহিকে কাজ করার। এখানে গৌরীর চরিত্রটি ছিল অত্যন্ত সংবেদনশীল—শান্ত, স্নিগ্ধ, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসী এক মেয়ে। পর্দায় তাঁকে একজন দায়িত্বশীল স্ত্রী এবং সন্তানের মায়ের ভূমিকায় দেখা গেলেও বাস্তবে মোহনা তখনো খুবই ছোট ছিলো।

image 11

‘গৌরী এল’ ধারাবাহিকে অভিনয় করার সময় মোহনা ‘দশম শ্রেণির ছাত্রী’ ছিলো। বর্তমানে ছোট পর্দায় জনপ্রিয় এই অভিনেত্রী দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছে। মোহনা বিজ্ঞান বিভাগের ছাত্রী, যেখানে ইংরেজি, অঙ্ক, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়নের মতো কঠিন বিষয় রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত শুটিং করার পর গভীর রাত পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছে মোহনা,

যাতে দুই দিকেই সমানভাবে সফল হতে পারে। কম সময়ের মধ্যে প্রস্তুতি নিতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাঁকে। এই কঠিন সময়ে একজন তরুণ প্রতিভাবান অভিনয়শিল্পী নিজের স্বপ্ন এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। দিনের আলোতে ক্যামেরার সামনে চরিত্রে মগ্ন হওয়া, আর রাত গভীর হলে পড়ার টেবিলে বসে বইয়ের জগতে ডুবে যাওয়া—এই দ্বৈত জীবনই এখন তাঁর বাস্তবতা। একদিকে পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে অভিনয়ের প্রতিশ্রুতি, সব মিলিয়ে জীবন এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

তাঁর এই অধ্যবসায় এবং পরিশ্রম অনেকের জন্যই অনুপ্রেরণা। অভিনয় জগতের ব্যস্ততার মাঝেও পড়াশোনার প্রতি তাঁর দায়বদ্ধতা প্রশংসাযোগ্য। এবারে মোহনাকে অভিনেতা রুবেল দাস এর বিপরীতে, ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে। জনপ্রিয় মেগা নিম ফুলের মধুর পরিবর্তে আসবে এই সিরিয়াল। সামনে কঠিন পথ থাকলেও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে মোহনা। এখন দেখার, তাঁর এই পরিশ্রমের ফল কীভাবে প্রতিফলিত হয়!

Piya Chanda