মঙ্গলবার রাতে যখন আপামর ভারতবাসী ক্যাঙ্গারু বধ করে ভারতের সেমিফাইনাল জয় উদযাপন করছে, ঠিক তখনই এক জনপ্রিয় অভিনেত্রী এবং পরিচিত মুখকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার সময় তাঁর কাছে উল্লেখযোগ্য পরিমাণ সোনা পাওয়া যায়। কাস্টমস আধিকারিকদের সন্দেহ হওয়ায় অভিনেত্রীর ব্যাগ পরীক্ষা করা হয়, যেখানে লুকিয়ে রাখা ছিল নিষিদ্ধ স্বর্ণ।
এই ঘটনায় চলচ্চিত্র মহলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এই পাচারের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র তৈরি হলো, তা নিয়েই চলছে তদন্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা, সেটিও তদন্তের আওতায় আনা হচ্ছে। সোমবার রাতে এমিরেটস-এর একটি ফ্লাইটে দুবাই থেকে বেঙ্গালুরু পৌঁছান ওই দক্ষিণী অভিনেত্রী।

আগেই গোপন সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর আধিকারিকরা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এরপর তাঁকে আটক করে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় ১৪.৮ কেজি সোনা। ডিআরআই-এর নজরে তিনি আগেই ছিলেন, কারণ বিগত ১৫ দিনের মধ্যে তিনি চারবার দুবাই সফর করেছিলেন।
আরও পড়ুনঃ ও ভীষণ অমায়িক, ওর ভদ্র ব্যবহার মুগ্ধ করে! পর্দায় ঝগড়া করলেও বাস্তবে অটুট বন্ধন! পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ অরিজিতা
অভিযুক্ত অভিনেত্রীর নাম রান্যা রাও, যিনি দক্ষিণী সিনেমায় একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। যদিও এতদিন তিনি বিনোদন দুনিয়ার পরিচিত নাম ছিলেন, এবার তিনি শিরোনামে উঠে এলেন একেবারে ভিন্ন কারণে। বেঙ্গালুরু বিমানবন্দরে আটক হওয়ার পর তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় কাস্টমস দপ্তর।
সন্দেহজনক যাতায়াতের কারণেই তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল, এবং সোমবার বিমানবন্দরে নামার সঙ্গেই তাঁকে আটক করা হয়। রান্যা রাওয়ের গ্রেপ্তারের খবরে তাঁর অনুরাগীরা বিস্মিত। একজন সফল অভিনেত্রী কীভাবে এমন একটি অবৈধ কাজে যুক্ত হলেন, তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। তবে কি তিনি স্বেচ্ছায় এই কাজে যুক্ত হয়েছেন, নাকি কাউকে সাহায্য করছিলেন? আপাতত সমস্ত উত্তর মিলবে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের পর।