জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ও ভীষণ অমায়িক, ওর ভদ্র ব্যবহার মুগ্ধ করে! পর্দায় ঝগড়া করলেও বাস্তবে অটুট বন্ধন! পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ অরিজিতা

টেলিভিশন সিরিয়ালের গল্প যতই নাটকীয় হোক না কেন, পর্দার আড়ালে তৈরি হয় সম্পূর্ণ ভিন্ন এক সমীকরণ। অফস্ক্রিন সম্পর্ক কখনও সহকর্মিতার ভিত্তিতে গড়ে ওঠে, কখনও আবার রীতিমতো পারিবারিক বন্ধনে পরিণত হয়। একসঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়, তা অনেক সময় রিল লাইফের গল্পকেও ছাপিয়ে যায়। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে পর্দার শাশুড়ি-বউমা বাস্তবে হয়ে উঠেছেন বোনের মতো, কিংবা পর্দার দুই প্রতিদ্বন্দ্বী অফস্ক্রিনে পরস্পরের সবচেয়ে কাছের বন্ধু!

সম্প্রতি ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) ধারাবাহিকের সেটেও এমনই এক সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে অভিনেতাদের মধ্যে। ক্যামেরার সামনে দ্বন্দ্ব থাকলেও বাস্তবে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন তাঁরা। এই মেগা ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পল্লবী শর্মা (Pallavi Sharma) ও অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। পর্দায় শাশুড়ি-বউমার সম্পর্কটা যতই সাপে-নেউলে হোক না কেন, বাস্তবে তাঁদের বন্ধুত্ব রীতিমতো প্রশংসনীয়। বিশেষ করে পল্লবীর ব্যবহার নিয়ে সম্প্রতি প্রকাশ্যে প্রশংসায় পঞ্চমুখ হলেন অরিজিতা।

image 15

জি-বাংলার জনপ্রিয় এই মেগা ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। খুব শীঘ্রই শেষ পর্ব সম্প্রচারিত হবে, আর তারপরই বিদায় নেবে ‘নিম ফুলের মধু’। ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়ে যাওয়ার পর অনেকটাই নস্টালজিক হয়ে পড়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার ফলে গড়ে ওঠা সম্পর্কগুলোর জন্য মন খারাপ তাঁদের। বিশেষ করে কৃষ্ণা ওরফে অরিজিতা মুখোপাধ্যায় মিস করছেন তাঁর অনস্ক্রিন ছেলে রুবেল ও বউমা পর্ণাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিতা বলেন, “বাবুর (রুবেল) পরে যদি আমার কারও সঙ্গে সবচেয়ে বেশি দৃশ্য থাকে, সেটি পর্ণা। পল্লবী অত্যন্ত টেকনিক্যালি দক্ষ একজন অভিনেত্রী, ও জানে কোথায় কতটুকু অভিনয় করতে হয়। সবচেয়ে বড় কথা, কখনও বিরক্ত হয় না, বরং অত্যন্ত শান্ত ও ভদ্র। শুটিং সেটে ওর ব্যবহার মুগ্ধ করার মতো। এই ইন্ডাস্ট্রিতে এমন কো-অ্যাক্টর পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। রুবেল আর পল্লবী দু’জনেই দুর্দান্ত সহ-অভিনেতা।”

এই মন্তব্য থেকেই স্পষ্ট, পর্দার চরিত্র যতই জটিল হোক না কেন, বাস্তবে তাঁদের সম্পর্ক কিন্তু একেবারে মসৃণ। শুটিং শেষ হয়ে যাওয়ার পর সেটের পরিবেশ, একসঙ্গে কাটানো সময়গুলো, সহ-অভিনেতাদের হাসি-ঠাট্টা—সবকিছুই মিস করছেন অরিজিতা। তবে দর্শকদের কাছেও এই মেগা ধারাবাহিকের শেষ হয়ে যাওয়া নিঃসন্দেহে মনখারাপের বিষয় হতে চলেছে!

Piya Chanda