জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গোপনে বিয়ে সারলেন সাহেব-সুস্মিতা!? ভাইরাল ভিডিও ঘিরে তুমুল জল্পনা!

টলিপাড়ায় চরম চাঞ্চল্য! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharjee) নিজের হাতে সুস্মিতা দে (Sushmita Dey) -র সিঁথিতে আসল সিঁদুর পড়িয়ে দিচ্ছেন! স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা। প্রশ্ন উঠছে—তবে কি তাঁরা গোপনে বিয়ে সেরে ফেললেন? কেন এই বিশেষ মুহূর্ত এতদিন লুকিয়ে রাখা হলো?

সূত্রের খবর অনুযায়ী, এই ভিডিওটি আসলে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র শুটিংয়ের একটি অংশ। গল্পের প্রয়োজনে সাহেব ও সুস্মিতার চরিত্রের মধ্যে এই বিয়ের দৃশ্যটি চিত্রায়িত হয়েছে। গত জানুয়ারি মাসে শুটিং হয়ে এই দৃশ্য। এ দৃশ্য যদিও এতদিনে সবার দেখা, কিন্তু এবার প্রকাশ্যে এল আরেক ভিডিও। যেখানে রীতিমতো প্রমাণ মিলেছে তাদের বিয়ের।

image 17

সম্প্রতিক ‘কথাগ্নি’ নামক এই সিরিয়াল এর এক ফ্যান পেইজ একটি ভিডিও ফুটেজ সমাজ মাধ্যমে শেয়ার করে লেখে “মানুষের থেকে অনেক কথা শোনার পর আমি যে আগেই ঠিক বলেছিলাম সেটা প্রমাণিত হল। ওটা আসল সিঁদুর ছিল।” এবং সেখানে দেখা যাচ্ছে পুরোহিত একটি কুনকেতে অসল সিঁদুর ঢালছেন আর ঠিক তার পরেই তাক করা ক্যামেরার ভিড়ে সিরিয়ালের কথাকে অগ্নি সেটা পড়িয়ে দায়ে।

প্রসঙ্গত সাহেব ও সুস্মিতার অন স্ক্রিন ও অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে হামেশাই কথা ওঠে। তাদের দেখলে মনে হয় দুজনে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু সুস্মিতা বলেছেন তিনি সাহেবকে নিজের মেন্টরের চোখের দেখেন। সাম্প্রতিক সুস্মিতার ব্রেকআপ হওয়া কে নিয়েও বলা হয়েছিলো সাহেবের সাথে সম্পর্কে জড়িয়ে পড়াতে এমন হয়েছে। এর আগেও তাঁদের বন্ধুত্ব নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে, তবে দু’জনেই সম্পর্কের বিষয়টি এড়িয়ে গিয়েছেন।

এই ভিডিও প্রকাশে আসতেই কথাগ্নি ভক্তরা বেজায় খুশি। সবাই শুভেচ্ছা পর্যন্ত জানাচ্ছেন। বাস্তব জীবনে নয়, পর্দায়ই বিয়ে করছেন এই জুটি। কিন্তু পর্দার দৃশ্য বাইরে কীভাবে এলো? এটি কি অনিচ্ছাকৃত লিক, নাকি প্রচারের নতুন কৌশল? এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন, “ধারাবাহিকের প্রোমো তো আলাদাভাবেও করা যায়, তাহলে এই ‘বিয়ের ভিডিও’ ফাঁস হওয়ার উদ্দেশ্য কী?” সত্যি যাই হোক, সাহেব-সুস্মিতাকে নিয়ে বিতর্ক যে একেবারেই কমার নয়, তা বলাই বাহুল্য!

Piya Chanda

                 

You cannot copy content of this page