জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চমকে দেওয়া পরিণতি!শেষ পর্বে মৃত্যু! কোন চরিত্রকে হারিয়ে শেষ হবে ‘নিম ফুলের মধু’?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “নিম ফুলের মধু” (Neem Phooler Madhu) এক সাধারণ মধ্যবিত্ত মেয়ের জীবনসংগ্রামের গল্প। সমাজের গোঁড়ামি, পারিবারিক টানাপোড়েন, ও নারীর আত্মপরিচয়ের লড়াই এই সিরিয়ালের মূল উপজীব্য। শুরু থেকেই দর্শকদের মন জয় করেছে গল্পের স্বাভাবিক প্রবাহ ও চরিত্রদের বাস্তবসম্মত উপস্থাপনা। বিশেষ করে প্রধান চরিত্র পর্ণার লড়াকু মানসিকতা ও তার আত্মনির্ভরশীলতার গল্প অনেক নারীর সঙ্গে মিল খুঁজে পেয়েছে।

এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিল পর্ণা ও সৃজন এর সম্পর্কের ওঠানামা। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে ভালোবাসার পরীক্ষার মাঝে পড়ে তাদের সম্পর্ক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সমাজের প্রচলিত ধারণাগুলোর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পর্ণার যে মানসিক জোর দেখানো হয়েছে, তা বিশেষভাবে প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। পাশাপাশি পরিবারের বিভিন্ন সদস্যদের চরিত্রও সমাজের প্রচলিত নানা বৈষম্যের প্রতিফলন ঘটিয়েছে।

তবে সাম্প্রতিক পর্বগুলোতে গল্পের মোড় ঘুরতে শুরু করে, যা দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু দর্শক বলছেন, গল্পের গতি কমে গেছে, আবার অনেকে মনে করেন, চরিত্রগুলোর বিকাশ আরও গভীরভাবে দেখানো যেত। বিশেষ করে শেষ পর্বের দিকে এসে গল্পে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন এসেছে, যা অনেকের কাছে হতাশাজনক লেগেছে। এরই মাঝে খবর আসে, ‘নিম ফুলের মধু’ এবার শেষ হতে চলেছে।

এরপরই এই সিরিয়াল প্রেমীরা দুঃখ প্রকাশ করতে শুরু করেন তাদের ভালবাসা চরিত্রদের আর দেখতে না পাওয়ার জন্য। অন্যদিকে সিরিয়ালের সকল অভিনেতা-অভিনেত্রীরাও আবেগপ্রবণ পোস্ট করতে শুরু করেন সমাজ মাধ্যম জুড়ে বলাই বাহুল্য শুধু সিরিয়াল প্রেমীরা নয়, বরং এই সিরিয়ালের সাথে যুক্ত সকলেরই আবেগ জড়িয়ে আছে তাদের চরিত্রকে ঘিরে। অবশেষে, দীর্ঘ দিন ধরে চলা “নিম ফুলের মধু” শেষ হতে চলেছে। খবর মিলেছে মৃত্যু দেখিয়েই নাকি শেষ হবে এই ধারাবাহিক।

একদিকে সকল বাধা বিপত্তি পেরিয়ে পর্ণা ও সৃজন এক হয়েছে। আর অন্যদিকে, এই ধারাবাইকে বরাবরই ‘ঈশা’ চরিত্রটি ভিলেন হয়ে থেকেছে আজও তার নিষ্পত্তি হয়নি। কিন্তু এবার নাকি পুলিশের গুলি খেয়ে ঈশা মারা যাবে আর এর পরেই শেষ হবে, নিম ফুলের মধু। এই ধারাবাহিক বহু দর্শকের আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, তাই একে বিদায় জানানো অনেকের কাছেই কঠিন হবে। যদিও গল্প শেষ হচ্ছে, তবু পর্ণার সংগ্রামের গল্প ও তার জীবনবোধ দর্শকদের মনে দীর্ঘদিন অমলিন থাকবে।

Piya Chanda