জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রায় পরিবারে দারুণ খুশির খবর! শুভ-আদৃতের ছেলে হয়েছে, গোটা রায় পরিবারে খুশির আবহাওয়া!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) এর হাত ধরে, আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী ‘ঊষসী রায়’ (Ushasi Ray) ‘শুভলক্ষী’র চরিত্রে বিপরীতে সুস্মিত মুখোপাধ্যায় ওরফে আদৃত। ইতিমধ্যেই এই সিরিয়ালের জনপ্রিয়তা সমাজমাধ্যম খুললেই চোখে পড়ার মতো। শুভ আর আদৃতের কেমিস্ট্রি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। সিরিয়ালের বর্তমান ট্র্যাক অনুযায়ী শুভ মা হতে চলেছে।

আজকের এপিসোড এর শুরুতেই দেখা যাচ্ছে এক দুঃস্বপ্ন দেখে শুভ হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে। তার এই অবস্থা দেখে আদৃত তাকে সামলে নিয়ে বোঝায় এই সময় দুঃস্বপ্ন আসাটা স্বাভাবিক কিন্তু চিন্তা করার কিছু নেই। ঠিক এর পরের দৃশ্যগুলিতে কুইক লিপ দেখানো হয়। যেখানে দেখা যায় একটু একটু করে দিন এগোচ্ছে ও শুভর মধ্যে তার বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর দেখানো হয় ইতিমধ্যেই শুভর সাধের সময় এসে গেছে।

ঠাম্মী শুভর জন্য রান্নাবান্না করতে থাকে। আর এই দেখে রঞ্জীনী বলে ওঠে, “বাবা শুভ তোর তো কি কপাল রে, মা এই বয়সেও তোর জন্য রান্না করছে”। ঠাম্মী তাকে আটকে দিয়ে বলেন, “কেন মেজো বৌমা আমি তো তোমার সময়েও রান্না করে খাইয়েছিলাম, এখন শুভ সময় তাই করছি”। তারপর পুরবী বলে, ” আমি তাহলে শুভকে সাজিয়ে নিয়ে আসি”। শুভ সাজতে না চাইলেও জোর করে তাকে নিয়ে যায় সে।

অন্যদিকে আদৃত জেদ ধরে সে শুভ সাধে থাকবে কিন্তু ঠাম্মী এতে রাজী হননা এবং বলেন মহিলাদের অনুষ্ঠানে ছেলেদের থাকতে নেই। তারপর পুরবী শুভকে সাজিয়ে নিয়ে আসে। কারোর কথা না শুনেই আদৃত সেখানে উপস্থত হয় এবং সবাইকে চমকে দিন একটা রিপোর্ট দেখিয়ে বলে, তার এবং শুভ একটা ফুটফুটে বাচ্চা ছেলে হতে চলেছে। সবাই এই কথা শুনে শুভকে খুব আদর করতে থাকে।

সবাই খুশি হলেও, সেবন্তী কিছুতেই খুশি হতে পারে না। রঞ্জীনী তাকে বলতে থাকে এবার থেকে তার আর দাম থাকবে না সবাই শুধু শুভ শুভ করবে। এই কথাতে সেবন্তী আরও রেগে যায়। অন্যদিকে সবাই আনন্দে নাচ গান করতে থাকে। বাড়ীর সম্পূর্ণ পরিবেশটাই বদলে যায়। আর এরই মাঝে শুভ ভাবতে থাকে, সবাই তাকে নিয়ে এত খুশি শুধু মা ছাড়া, উনি কী কেবল সে গরীব বলে পছন্দ করেনা নাকি অন্য কারণ আছে।

এরপর ঠাম্মী বলেন, “যাক এবার সব ভালই ভালই মিটলেই ভালো। শুভ ও বাচ্চা দুজনেই সুস্থভাবে এই বাড়ি আসুক এটাই আমরা চাই।” তারপর দেখানো হয় ইতিমধ্যেই আদৃতের ইন্ডিয়া ফেরৎ আসার সময় হয়ে গেছে কিন্তু শুভর মন কু-গাইতে থাকে। কিন্ত আদৃত বলে তাকে যেতেই হবে। শেষ পর্যন্ত দেখা যায় আদৃত যাওয়ার জন্য রওনা হচ্ছে আর শুভর অস্বস্তি হতে থাকে।

Piya Chanda