টলিপাড়ার বন্ধুত্ব মানেই দারুণ খুনসুটি আর জমজমাট আড্ডা। একসময় একসঙ্গে কাজ করলেও সময়ের সঙ্গে বদলে যায় প্রজেক্ট, আলাদা হয় পথ। তবে বন্ধুত্বের রসায়ন ঠিকই থেকে যায়। তেমনই এক পুরনো জুটির আড্ডার ঝলক মিলল সম্প্রতি— আদৃত রায় (Adrit Roy) ও তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা, যদিও বর্তমানে আলাদা সিরিয়ালে ব্যস্ত। তবুও পুরনো সম্পর্কের উষ্ণতা কিন্তু একটুও কমেনি।
বর্তমানে একই ধারাবাহিকে কাজ না করলেও তাঁদের দু’জনের শুটিং হয় একই স্টুডিওতে। আর সেখানেই ফের দেখা আদৃত-তন্বীর। দীর্ঘদিন পর একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে ফিরে এল পুরনো দিনের স্মৃতি। আড্ডা, হাসি, মজা— সব মিলিয়ে জমে উঠল মুহূর্ত। টলিপাড়ায় এমন বন্ধুত্বের উদাহরণ খুব একটা দেখা যায় না, যেখানে কাজের সম্পর্ক ছিন্ন হলেও বন্ধুত্ব অটুট থাকে।

তবে শুধু বন্ধুত্বই, এর বাইরে অন্য কোনও সম্পর্ক একেবারেই নেই, সেটা পরিষ্কার করেছেন দু’জনেই। আগেও তাঁদের নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল, কিন্তু তাঁরা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সম্পর্ক একেবারেই বন্ধুত্বের। সহকর্মী থেকে ভালো বন্ধু হয়ে ওঠার এই জার্নিটাই তাঁরা উপভোগ করেন। একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি বা ভিডিও সামনে এলেই নেটিজেনরা নানা মন্তব্য করেন, কিন্তু আদৃত-তন্বী এসব নিয়ে মাথা ঘামান না।
আরও পড়ুনঃ আজ থেকেই অদল-বদল জি বাংলার একাধিক সিরিয়ালের স্লট! জেনে নিন, কোন সময় দেখা যাবে আপনার পছন্দের মেগা?
অন্য ধারাবাহিকে কাজ করলেও একসঙ্গে সময় কাটাতে পেরে খুশি তাঁরা। তবে ভক্তদের প্রশ্ন, আবার কি কোনও প্রজেক্টে একসঙ্গে দেখা যাবে তাঁদের? আপাতত সে সম্ভাবনা নেই, কিন্তু তাঁদের কেমিস্ট্রি যেহেতু দর্শকদের এত পছন্দ, ভবিষ্যতে কোনও নতুন চমক আসতেই পারে।
বন্ধুত্বই তাঁদের সম্পর্কের একমাত্র ভিত্তি, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। কাজের সূত্রেই হোক বা পুরনো দিনের স্মৃতি রোমন্থনের জন্য, আদৃত-তন্বীর এমন সুন্দর মুহূর্ত টলিপাড়ার সম্পর্কের দুনিয়ায় এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।