আজ সোমবার, কিন্তু অন্যান্য সোমবারের থেকে আজকের সোমবার একটু হলেও আলাদা। আজ জি বাংলায় (Zee Bangla) একসঙ্গে পরপর দুটি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। এরই সঙ্গে দীর্ঘমেয়াদি ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ গতকাল শেষ হয়েছে।
সৃজন-পর্ণার গল্প শেষ হওয়াতে দর্শকদের একটু হলেও মনভার অবশ্যই কিন্তু এরই সাথে মনে বইছে খুশির হাওয়া। বিগত কয়েক বছর পর টেলিভিশনের দর্শকরা ছোট পর্দায় আবার ফিরে পেতে চলেছে তাদের প্রিয় দিতিপ্রিয়া এবং জিতুকে।

অন্যদিকে আবার, আজ থেকে আনন্দী ধারাবাহিক সন্ধ্যে সাড়ে ছটার বদলে সম্প্রচার হবে বিকেল সাড়ে পাঁচটায়। আজ থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় যেমন দেখা যাবে চিরদিনই তুমি যে আমার, তেমনই সন্ধ্যে ৬টায় শুরু হতে চলেছে ‘তুই আমার হিরো’।
বর্তমানে তেঁতুলপাতার সঙ্গে মুখোমুখি হবে রুবেল দাস ও মোহনা মাইতি অভিনীত ‘তুই আমার হিরো’। আর ‘চিরদিনই তুমি যে আমার’-এর মুখোমুখি হবে স্টার জলসার ‘গীতা এলএলবি’। প্রাথমিকভাবে, টিআরপি-তে গীতাকে টেক্কা দেওয়া বেশ মুশকিলের হবে জি বাংলার নতুন সিরিয়ালের।
এদিকে, আবার আজ থেকেই সন্ধ্যে আটটায় স্টার জলসা শুরু হতে চলেছে আজকের নায়ক ‘পরশুরাম’। পরিণীতার বিপরীতে শুরু হবে এই সিরিয়াল। বলাই বাহুল্য দীর্ঘ টানা আট সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে আসছে পরিণীতা। তবে দেখার বিষয় এটাই যে পরশুরাম কি পারবে পরিণীতার এই ধারা বজায় রাখতে?
আরও পড়ুনঃ ফুলকিকে হাতেনাতে ধরে ফেললো রোহিত! এবার কি বেরিয়ে পড়বে রুদ্রর সত্যি? ‘ফুলকি’তে জমজমাট আজকের পর্ব
চলুন তাহলে এক ধরনের চিনে নেয়া যাক আজ থেকে কোন কোন ধারাবাহিক ঠিক কোন কোন সময় দেখতে পাওয়া যাবে- সন্ধে ছটায় সম্প্রচার হবে তেতুল পাতা ও তুই আমার হিরো’, সন্ধ্যে সাড়ে ছটায় দেখা যাবে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘গীতা এলএলবি’। ৭টায় দেখা যাবে ‘জগদ্ধাত্রী’ ও ‘কথা’। সাড়ে ৭টায় ‘ফুলকি’ ও ‘রাঙামতি তীরন্দাজ’।
আটটায় দেখা যাবে ‘পরিণীতা’ ও ‘পরশুরাম’। সন্ধ্যা সাড়ে আটটায় ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘গৃহপ্রবেশ’। ৯টায় দেখা যাবে ‘মিত্তির বাড়ি’ এবং ‘চিরসখা’। সাড়ে নটায় দেখা যাবে, ‘দুগ্গা মনি ও বাঘমামা’ এবং ‘অনুরাগের ছোঁয়া’। ১০:১৫তে সম্প্রচার হবে ‘শুভ বিবাহ’ ও ‘মিঠিঝোরা’।