জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নারী দিবস কি শুধুই নিজের জন্য? দেবচন্দ্রিমার উদ্যোগে খাবার পেল ৩৫০ জন প্রবীণ মহিলা, হৃদয় ছুঁলো সকলকে!

আন্তর্জাতিক নারী (International Women’s Day) দিবস মানেই সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী বক্তব্য, ফটোশুট আর বাহারি আয়োজন। কিন্তু এই দিনটি কি শুধুই উচ্চবিত্ত, স্বনির্ভর নারীদের জন্য? সমাজের সেই নারীরা, যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করেন, শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য—তাঁদের কথা ক’জন ভাবে? সংসারের চাপ, টিকে থাকার লড়াই, প্রতিদিনের অসংখ্য চ্যালেঞ্জের মাঝে তাঁদের জন্য কোনো আলাদা দিন কি আদৌ আছে?

কিন্তু এবার এই নারী দিবসের উদযাপন এক নতুন অর্থ পেল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের (Debchandrima Singha Roy) মাধ্যমে। নিজের ব্যক্তিগত সাফল্য উদযাপন না করে, তিনি বেছে নিলেন সমাজের সেই মানুষদের পাশে দাঁড়ানোর পথ, যাদের সত্যিকারের সাহায্যের প্রয়োজন। তিনি অংশ নেন অন্ন সেবা (Anna Seva)-তে, যেখানে তিনি ৩৫০-রও বেশি মানুষের মুখে অন্ন তুলে দেন। তাঁর মতে, নারীশক্তির আসল পরিচয় শুধু নিজেকে এগিয়ে নেওয়ার মধ্যে নয়, বরং অন্যদেরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা।

image 36

দেবচন্দ্রিমা মনে করেন, ক্ষমতা বা শক্তি শুধু স্বপ্নপূরণের সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অন্যকে সাহায্য করার মধ্যে সত্যিকারের শক্তি লুকিয়ে আছে। তাই নারী দিবসে তিনি খাবার বিতরণ করে এই বার্তাই দিলেন যে, নারীশক্তি মানে শুধুই বিলাসিতা বা প্রাপ্তির খাতা নয়, বরং নিজের চেয়ে দুর্বল কাউকে সহায়তা করার মানসিকতাই আসল শক্তি। সমাজের প্রতিটি নারীরই উচিত একে অপরের পাশে দাঁড়ানো, কারণ শক্তি আসে একতা থেকে, উদারতা থেকে।

অন্ন-সেবা নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে হাত মিলিয়ে এই ছোট অথচ গভীর অর্থবহ উদ্যোগ আমাদের শিখিয়ে দেয়, নারী দিবস মানে শুধু নিজেকে গর্বিত করা নয়, বরং অন্যের মুখেও হাসি ফোটানোর সুযোগ। দেবচন্দ্রিমার এই অনুপ্রেরণামূলক কাজ আরও অনেককে ভাবতে শেখাবে—আমরা কি শুধুই নিজের জন্য উদযাপন করছি, নাকি সমাজের জন্যও কিছু করছি? নারী দিবস মানেই তো সকল নারীর জন্যই এই দিন তাই নয় কি?

Piya Chanda