টলি জগতের শিশুশিল্পী মেঘনা চক্রবর্তী (Meghna Chakraborty), নামটা খানিক অচেনা হলেও মুখটা সিরিয়ালের দর্শকদের ভারী চেনা। মনে আছে, সেই ছোট্টো কাদম্বরীর কথা? একরত্তির মুখে সেই পাকা পাকা কথা, সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়ানো সেই বাচ্চা মেয়েটা আজ দেখতে দেখতে বেশ কিছুটা বড়োও হয়ে গেছে।
বেশ কয়েকবছর আগে সকল সিরিয়ালের মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শিশুশিল্পী মেঘনা’কে। সাবলীল অভিনয়ের মাধ্যমে এক দেখাতেই নজর কেড়েছিল কত দর্শকদের।
সেই সময় প্রাথমিকভাবে সিরিয়ালের সবকিছু ঠিক চললেও পরবর্তীকালে সিরিয়ালের মাঝপথে বাদ পড়ে যায় মেঘনা। এক লাফে অনেকটা গল্প এগিয়ে যাওয়ায় ধারাবাহিকের মাঝ পথেই ইতি টানতে হয় ছোট্টো কাদম্বিনীকে।
প্রথমা কাদম্বিনী ছাড়াও মেঘনাকে স্টার জলসার ফেলেনা সিরিয়ালেও অভিনয় করতে দেখা গেছে। এই ধারাবাহিক সঙ্গে অভিনেত্রী জানিয়েছে, ফেলনা ছাড়ার সময় থেকেও কাদম্বিনী ছাড়ার সময় তাঁর বেশী কষ্ট হয়েছিল।
আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ার থেকে অভিনেতা! বহু স্ট্রাগেলের পর দেখেছেন সাফল্যের মুখ! জীবনের লড়াই নিয়ে অকপট ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-খ্যাত আয়ান
সেই সময় ছোট্টো মেঘনা শহরের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানান, “খারাপ তো লেগেছেই। তবে কাদম্বিনীর সময় আরও বেশি কষ্ট পেয়েছিল”। অভিনেত্রীর মা জানান, করোনা আবহে ফেলনা থেকে বাদ পড়েছিল এমনকি পরিস্থিতি টাও বুঝেছিল, তাই অতটা কষ্ট হয়নি। কিন্তু প্রথমা কাদম্বিনীর সময় কোভিড না থাকা সত্ত্বেও সিরিয়াল থেকে বাদ পড়ায় বেশি কষ্ট হয়েছিল মেঘনার।