আজকের দিনে যাঁরা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, নামডাক হয়েছে, পরিচিতি পেয়েছে এমন অনেক মানুষই পেয়েছে সমাজের চারিপাশে। বিশেষ করে বিনোদন জগতে অনেক শিল্পীরাই রয়েছে একটা সময় স্ট্রাগল করার পর আজ দেখছে সুখের মুখ। টলি জগতের ছোটো পর্দার এমনই এক অভিনেতা হলেন আয়ান ঘোষ (Ayaan Ghosh)।
তিনি হলেন বাংলা জগতের অন্যতম পরিচিত মুখ। এই অভিনেতা কি শেষ বারের মতো দেখা গেছে জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ সিরিয়ালে। যদিও এর আগে অভিনেতাকে ‘গ্রামের রানী বীণাপাণি’ ও ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে দেখেছেন দর্শকেরা।

কিন্তু জানেন কি, বিনোদন জগতে আসার আগে অভিনেতা ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার। তবে অভিনেতা আজ গ্ল্যামার ওয়ার্ল্ড এর পরিচিত মুখ হলেও সুযোগ পেলেই ছুটে যান খেলার মাঠে। নেই এতটুকু অহংকার বোধ।
আরও পড়ুনঃ দোলের রঙে উষ্ণতা ছড়ালেন তিয়াসা-সোহেল, সম্পর্কে পরল সিলমোহর! শীঘ্রই শুরু হবে বিবাহিত জীবনের যাত্রা, কি বললেন দুজনে?
প্রসঙ্গত, কিছুদিন আগে অভিনেতার দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন ব্যক্তিগত কিছু কথা। এই ইন্টারভিউতে তিনি বলেন, এক ঝটকাতেই সফলতা আসেনি তাঁর জীবনে, বরং প্রচুর সংগ্রামের পর সফলতাকে ছুঁতে পেরেছেন তিনি। আজকে তিনি যতটুকুই পরিচিত পেয়েছেন তাতেই তিনি ভীষণ খুশি বলে জানিয়েছেন পর্দার হৃদান।