ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে অভিনেত্রী ‘তিয়াসা লেপচা’ (Tiyasha Lepcha)। জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ (Krishnakoli) -র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া তিয়াসা বাস্তব জীবনে বহু চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রথমে অভিনেতা ‘সুবান রায়ে’র সঙ্গে তার বিয়ে, তারপর বিবাহবিচ্ছেদ—সবকিছুই প্রকাশ্যে এসেছে। ব্যক্তিগত জীবনের এই অধ্যায় পেরিয়ে এসে এবার নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি, আর সেই নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা।
সোহেল দত্ত (Sohail Dutta) এবং তিয়াসার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। এক সময় তাঁদের একসঙ্গে দেখা গেলেও, কিছুদিন আগে বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও সম্প্রতি আবারও তাঁদের কাছাকাছি আসতে দেখা যাচ্ছে, যা দেখে অনুরাগীরা বলছেন, “ব্রেকআপ তো কেবল নামেই!” টলিপাড়ার খবর, তিয়াসা এবং সোহেল দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে এখন অনেক বেশি স্বচ্ছন্দ এবং বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চাইছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিয়াসা জানিয়েছেন, “আমাদের মধ্যে বোঝাপড়া ভালো, তবে আমরা এখনই কোনও তাড়াহুড়ো করতে চাই না।” অন্যদিকে, সোহেলও সম্পর্কের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের ঘনিষ্ঠ মহলের মতে, সম্পর্কটা শুধুই বন্ধুত্ব নাকি তার চেয়েও বেশি কিছু, তা তাঁরা নিজেরাই ধীরে ধীরে স্থির করবেন। তবে একসঙ্গে সময় কাটানোর বহু প্রমাণ তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট।
দোলযাত্রা উপলক্ষে ‘আজকাল.ইন’ সংবাদ মাধ্যমের তরফে পোস্ট করা হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সোহেলের পরনে সবুজ পাঞ্জাবী আর তিয়াসার পরনে সাদা শাড়ি। দুজনে একসাথে রঙ খেলায় মেতেছেন এবং তাদের সম্পর্কের উষ্ণতা বেশ বোঝা যাচ্ছে। অডিও তে শোনা যাচ্ছে “দক্ষিণ হওয়া” গানটি। তবে কি এবার নিজেরাই সিলমোহর দিলেন নিজেদের সম্পর্কের?
এই সম্পর্ক নিয়ে চর্চার মাঝেই তাঁদের বিয়ের পরিকল্পনা ঘিরে প্রশ্ন উঠেছে। যদিও তিয়াসা বা সোহেল কেউই বিয়ের বিষয়ে নিশ্চিত কিছু বলেননি, তবে তাঁদের হাসিমুখ এবং পরস্পরের প্রতি আন্তরিকতা দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে। অনেকে বলছেন, যদি সব “ঠিকঠাক থাকে, তাহলে হয়তো খুব শীঘ্রই টলিপাড়ায় নতুন প্রেমের জয়গান শোনা যাবে।”
আরও পড়ুনঃ মায়ের পথেই হাঁটছে রাজ-শুভশ্রীর কন্যা! মাত্র ১ বছর বয়সেই অভিনয়ে যোগ দিল ইয়ালিনি? কোথায় দেখা যাবে এই একরত্তিকে?
তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগী এবং সমালোচকদের প্রতিক্রিয়া দুই-ই থাকে। কেউ তাঁদের নতুন সম্পর্কের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন, তো কেউ আবার বলছেন, “টলিউডে এসব নতুন কিছু নয়!” তিয়াসা এবং সোহেলের সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।