জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মায়ের পথেই হাঁটছে রাজ-শুভশ্রীর কন্যা! মাত্র ১ বছর বয়সেই অভিনয়ে যোগ দিল ইয়ালিনি? কোথায় দেখা যাবে এই একরত্তিকে?

রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) দুই সন্তান, কন্যা ইয়ালিনি (Yalini) ও পুত্র ইউভান (Yuvaan) , সবসময়ই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। ইউভান জন্মের পর থেকেই তার কিউট ভিডিও ও ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবা-মায়ের মতোই ছোট থেকেই ইউভানের প্রতি সবার কৌতূহল ছিল প্রবল। এখন তার ছোট বোন ইয়ালিনি আসার পর তাকেও নিয়ে একইরকম আগ্রহ তৈরি হয়েছে।

পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি চক্রবর্তী সম্প্রতি বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মাত্র এক বছর বয়সেই ইয়ালিনির অভিনয়ে আত্মপ্রবেশ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। কিছুদিন আগে, মায়ের সঙ্গে ফ্যাশন শুটে অংশগ্রহণ করে ক্যামেরার সামনে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি সকলের নজর কেড়েছে।

গুঞ্জনের সূত্রপাত স্টার জলসার ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihaprabesh) নিয়ে। এই ধারাবাহিকে একজন শিশুশিল্পীকে দেখা যাচ্ছে, যার মুখের আদল ইয়ালিনির সঙ্গে মিলে যায় বলে অনেকে মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় এই মিল নিয়ে আলোচনা শুরু হয়, যা থেকে ধারণা করা হয় যে, ইয়ালিনি এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছে।

তবে ধারাবাহিকের প্রধান অভিনেত্রী উষসী রায় (Ushasi Ray) এই গুঞ্জন নাকচ করেছেন। তিনি জানান, শিশুশিল্পীর নাম শিবা, বয়স এক বছর ছয় মাস, এবং সে একজন পুত্রসন্তান। উষসী মজা করে বলেন, “আমরা ছোট পর্দার ‘ব্রহ্মাস্ত্র’ জুটি!” এতে স্পষ্ট হয় যে, ইয়ালিনি এই ধারাবাহিকে অভিনয় করছে না।

রাজ চক্রবর্তীও এই বিষয়ে সাফ জানিয়েছেন, “এ রকম কিছুই হচ্ছে না। কেউ মিথ্যে খবর ছড়াচ্ছে ইয়ালিনির নামে।” তবে তিনি উল্লেখ করেছেন, “আমার দুই ছেলে-মেয়ে যদি ভবিষ্যতে অভিনয়ে আসতে চায়, আমি অবশ্যই তাদের সমর্থন করব।” সুতরাং, ইয়ালিনির অভিনয়ে আত্মপ্রবেশের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে সে তার শৈশব উপভোগ করছে, আর তার বাবা-মা তাদের কন্যার প্রতিটি মুহূর্তকে সযত্নে লালন করছেন।

Piya Chanda