টলিউড অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singa Roy) প্রাক্তন প্রেমিক সায়ন্ত (Sayanta Modak) মোদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, সায়ন্ত কিরণ মজুমদারের (Kiran Majumder) ড্রোন ও মাইক ফেরত না দিলে তাঁকে আইনি পথে হাঁটতে হবে। দেবচন্দ্রিমা আরও বলেন, সায়ন্তের চ্যানেল থেকে তাঁর সমস্ত ভিডিও মুছে ফেলা ও মালদ্বীপ ভ্রমণের খরচ ফেরত দেওয়ার জন্য তিনি আইনি নোটিশ পাঠাবেন।
সম্প্রতি এক ভিডিও বার্তায় দেবচন্দ্রিমা অভিযোগ করেছিলেন যে, প্রাক্তন প্রেমিক সায়ন্ত তাঁর কাছ থেকে টাকা এবং কিরণ মজুমদারের ড্রোন ও মাইক নিয়েছিলেন, কিন্তু তা আর ফেরত দেননি। অভিনেত্রী এও জানান, বিষয়টি নিয়ে তিনি প্রথমে কথা বলে সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই তিনি আইনি নোটিশ পাঠানোর কথা ভাবেন।
সায়ন্ত মোদক অবশেষে ফেরত দিলেন ড্রোন ও মাইক! বেশ কিছুদিন ধরেই এই দুই জিনিস ফেরত পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন দেবচন্দ্রিমা। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যদি সায়ন্ত দ্রুত এই দুটি জিনিস ফেরত না দেন, তবে তিনি আইনি পদক্ষেপ নেবেন। দেবচন্দ্রিমার এই কড়া অবস্থানের পরই আচমকা ঘটল মোড় পরিবর্তন। অভিনেত্রীর হুঁশিয়ারির পরই সায়ন্ত ড্রোন ও মাইক ফেরত দেন।
ইউটিউবে একটি পোস্ট করে দেবচন্দ্রিমা নিজেই জানালেন এই খবর। পোস্টে তিনি লেখেন, “The drone and mic are finally back! But the story? Far from over.” অর্থাৎ, ড্রোন ও মাইক ফিরে পেলেও গল্প এখানেই শেষ নয়। এদিকে, এই ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। অনেকেই বলছেন, দেবচন্দ্রিমার স্পষ্ট ও সাহসী অবস্থানের জন্যই সায়ন্ত শেষমেশ পিছিয়ে যান।

আরও পড়ুনঃ পরপর ২১টা ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল অভিষেককে! সেই প্রত্যাখ্যানের কষ্ট শেষ দিন পর্যন্ত ভুলতে পারেনি, ওকপট সংযুক্তা
কেউ কেউ আবার মনে করছেন, আইনি জটিলতায় না জড়াতেই সায়ন্ত দ্রুত এই পদক্ষেপ নিয়েছেন। তবে দেবচন্দ্রিমার পোস্ট দেখে বোঝা যাচ্ছে, এই ঘটনায় এখানেই ইতি পড়ছে না। অভিনেত্রী পরবর্তী ব্লগে সমস্ত ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন। এখন টলিউডের অনেকেই অপেক্ষায়, এরপর আর কী কী তথ্য সামনে আসে!