টলিউডের জনপ্রিয় প্রযোজক ও লেখক সুশান্ত দাস (Sushanta Das) , যিনি বহু হিট সিরিয়ালের স্রষ্টা, এবার ফের বিতর্কের কেন্দ্রে। তাঁর পরিচালিত সিরিয়াল ছদ্মবেশী (Chaddobeshi) -তে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra)। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তাঁকে বদলে নেওয়া হয় অন্য নায়িকা। তখন বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও, ২০২২ সালে প্রিয়াঙ্কা নিজেই দাবি করেন, কাস্টিং কাউচের শিকার হয়েই তাঁকে সিরিয়াল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
প্রিয়াঙ্কার অভিযোগ অনুযায়ী, সুশান্ত দাস তাঁকে ব্যক্তিগতভাবে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। তিনি রাজি না হওয়ায়, পরিকল্পিতভাবে সিরিয়াল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তাঁর কথায়, “সুশান্ত দাস বারবার অশালীন ইঙ্গিত দিতেন, মেসেজ পাঠাতেন। আমি তাতে সাড়া না দেওয়ায়, এক মাসের মধ্যেই আমাকে সরিয়ে দেওয়া হয়।” এই অভিযোগ সামনে আসার পরই একাংশ সমর্থন জানালেও, অনেকে মনে করেন এটি শুধুই প্রচারের জন্য তৈরি করা বিতর্ক।
অন্যদিকে, সুশান্ত দাস সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রিয়াঙ্কা অভিনয়ে দুর্বল ছিলেন, তাই তাঁকে বাদ দিতে হয়েছিল। তিনি জানান, ছদ্মবেশী-র নায়ক রাজা গোস্বামী (Raja goswami) পর্যন্ত শুটিং সেট ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা কঠিন হয়ে পড়েছিল। তিনি স্পষ্ট বলেন, “একই শট বারবার দেওয়ার পরেও ঠিকঠাক হচ্ছিল না। তাই বাধ্য হয়েই অন্য অভিনেত্রীকে কাস্ট করা হয়।”
প্রিয়াঙ্কার এই পুরনো অভিযোগ ফের চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে, বিশেষ করে যখন তিনি নিজের প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের (Sayanta Modak) বিরুদ্ধে সরব হয়েছেন। একাংশের মতে, ইচ্ছাকৃতভাবেই পুরনো প্রসঙ্গ টেনে এনে নতুন করে সুশান্ত দাসের বিরুদ্ধে বিতর্ক ছড়ানো হচ্ছে। কেউ কেউ বলছেন, ব্যক্তিগত ও পেশাদার জীবনের দ্বন্দ্ব মিলিয়েই এই অভিযোগের নতুন করে উত্থান।
আরও পড়ুনঃ জব্বর ভয় পেয়েছে! দেবচন্দ্রিমার আইনি নোটিশের ভয়ে ড্রোন, মাইক ফেরাল সায়ন্ত! কিন্তু গল্প এখনও বাকি, কী শোনাবেন এবার অভিনেত্রী?
এই বিতর্কে সত্যি-মিথ্যা যা-ই হোক না কেন, সুশান্ত দাস ও প্রিয়াঙ্কা মিত্রের এই কাস্টিং কাউচ বিতর্ক ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগের সত্যতা প্রমাণ না হলেও, ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে প্রশ্ন আবারও উঠে আসছে। এখন দেখার, এই বিতর্ক নতুন কোনো মোড় নেয় কি না!